মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা শহরে, সোজা পুলিশ কিয়স্কে ঢুকে গেল ডাম্পার
সোমের অন্ধকার চিরে মাথা তুলল শেয়ার বাজার, বিনিয়োগকারীদের জোগাল ‘ঘুরে দাঁড়ানোর’ আশা
প্রতিদিন কেমো নিয়ে শরীর ঝিমঝিম করে, ‘স্বেচ্ছাশ্রম’ নয়, মমতার কাছে ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন করতে চান চাকরিহারা শিক্ষক
ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্বর্ণপদক পেয়েছিলেন, চাকরিহারা শিক্ষিকার আশঙ্কা, ‘রাজনীতির গভীর জালে ফেঁসে যাচ্ছি না তো!’
হার্ডডিস্কের মধ্যেই লুকিয়ে আসল ‘প্রাণ ভ্রমরা’? বারবার বলছেন অভিজিৎ
কলার চেপে ধরে TV9 বাংলার প্রতিনিধিকে হিঁচড়ে নিয়ে গেল পুলিশ! কারণ অবাক করার মতন
প্রথম থেকেই এই অভিযানে সংবাদমাধ্য়মকে ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠছিল। প্রতিনিধি সৌরভ দত্ত সাংবাদিক হিসাবে পুলিশকে সে প্রশ্নই করতে থাকেন লাগাতর। তখনই এক পুলিশ কর্মী তাঁর কলার ধরে টেনে নিয়ে যান। সঙ্গে সঙ্গেই সেখানে চলে আসেন উচ্চ পদস্থ কর্তারা।
কলার চেপে ধরে
প্রতিনিধিকে হিঁচড়ে নিয়ে গেল পুলিশ! কারণ অবাক করার মতন
প্রতিনিধির কলার চেপে ধরল পুলিশ (ডান দিকে অভিযুক্ত পুলিশকর্মী)
বিজেপির ‘কালীঘাট চলো’ অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড এক্সাইডে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। কিন্তু তার মাঝেই আক্রান্প্র
তিনিধি। এক পুলিশ কর্তা প্রতিনিধি সৌরভ দত্তের কলার চেপে ধরে নিয়ে যান। সেই ছবি ধরা পড়ে সংবাদমাধ্য়মের ক্যামেরা।
প্রথম থেকেই এই অভিযানে সংবাদমাধ্য়মকে ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠছিল। প্রতিনিধি সৌরভ দত্ত সাংবাদিক হিসাবে পুলিশকে সে প্রশ্নই করতে থাকেন লাগাতর। তখনই এক পুলিশ কর্মী তাঁর কলার ধরে টেনে নিয়ে যান। সঙ্গে সঙ্গেই সেখানে চলে আসেন উচ্চ পদস্থ কর্তারা। তাঁরা সৌরভ দত্তকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তখন আমাদের প্রতিনিধি জানান, কেন তাঁর কলার চেপে ধরা হয়েছে, সে বিষয়ে তিনি ‘সাহেবে’র সঙ্গে কথা বলবেন। ‘সরি’ বলে বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন অন্যান্য পুলিশ কর্মীরা। অন্যান্য সংবাদমাধ্যমেরা কর্মীরাও এ বিষয়ে সোচ্চার হন। তাঁরা একাধিকবার একই প্রশ্নে অনড় থাকেন, কেন এক জন সাংবাদিকের কলার চেপে ধরা হল?
ভিড়ের মাঝে কার্যত পালিয়ে যান ওই পুলিশ কর্মী। সৌরভ দত্ত বলেন, ” প্রথম থেকেই আমাদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছিল। যে সমস্ত মহিলা বিজেপি কর্মীদের আটক করা হয়েছিল, তাঁদের বক্তব্য নিতে যাব, সেটাই স্বাভাবিক। আমরা প্রিজন ভ্যানের কাছে যাই। কিন্তু মহিলা পুলিশকর্মীদের এগিয়ে দেওয়া হয়। তাঁদের বক্তব্য নেওয়ার সময়েই মহিলা পুলিশ কর্মীরা উত্তেজিত হয়ে বলতে শুরু করলেন, আমরাই নাকি তাঁদের গায়ে হাত দিচ্ছি। পুলিশ কর্তা বুম ধরে সরিয়ে দেন। এটা ক্যামেরাতেও ধরা রয়েছে, সংবাদমাধ্যমের কর্মীদের তরফে এমন কিছুই করা হয়নি, যাতে অপ্রীতিকর পরিস্থিতি হয়। গোটা ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি করার কাজ করছিলাম, তাতেই এই ঘটনা।”
Post A Comment:
0 comments so far,add yours