বাবা তৈরি হচ্ছিলেন রাম-নবমীর শোভাযাত্রায় বেরবেন, আর তখনই কোলের ছেলেটাকে পিষে দিল গাড়ি
ঠাকুরপুকুর দুর্ঘটনায় তোলপাড় টলিউড, রাত থেকে কী কী ঘটে, খোলসা করলেন আরিয়ান
গেরুয়া ধ্বজা উড়ছে ‘লাল’ যাদবপুরে, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উড়িয়েই ক্যাম্পাসে চলছে রামের পুজো
সংখ্যালঘু ‘ভূমিপুত্রে’ ভরসা বামেদের! সীতারামের উত্তরসূরি কে এই আলেকজান্ডার?
ভেনেজুয়েলা নিয়ে কাঁদে, বাংলাদেশ নিয়ে নয় কেন? জ্যোতি-বুদ্ধের সমালোচনা করে বোঝালেন প্রফেশন সুকান্ত
২০১৮ সাল থেকে ২০২৪ সাল অবধি বেঙ্গালুরুর জার্সিতে আইপিএল খেলতে মাঠে নামতেন সিরাজ। এ বছর তাঁর গায়ে উঠছে গুজরাট টাইটান্সের জার্সি। আরসিবির প্রাক্তনীকে এ বার কোহলিদের বিরুদ্ধে জ্বলে উঠতে দেখা গেল।
লাল জার্সি নীল হয়েছে... GT-কে জিতিয়েও RCB-র জন্য আবেগী ম্যাচের সেরা মহম্মদ সিরাজ
লাল জার্সি নীল হয়েছে... GT-কে জিতিয়েও RCB-র জন্য আবেগী মহম্মদ সিরাজ
আরসিবি (RCB) রাখেনি। কিন্তু তিনি আরসিবিকে রেখেছেন মনের কোনায়। যত্নে, অতি যত্নে। তাই তো এম চিন্নাস্বামীতে আরসিবিকে গুজরাট হারানোর পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। চিন্নাস্বামীর সব জায়গা সিরাজের চেনা। বিরাটদের বিরুদ্ধে বুধ-রাতে সিরাজ ১৯ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। ম্যাচের সেরাও ৩১ বছর বয়সী পেসার। ২০১৮ সাল থেকে ২০২৪ সাল অবধি বেঙ্গালুরুর জার্সিতে আইপিএল খেলতে মাঠে নামতেন সিরাজ। এ বছর তাঁর গায়ে উঠছে গুজরাট টাইটান্সের জার্সি। আরসিবির প্রাক্তনীকে এ বার কোহলিদের বিরুদ্ধে জ্বলে উঠতে দেখা গেল।
পাওয়ার প্লে-তে দেখা গিয়েছিল মিয়াঁ ম্যাজিক। দেবদত্ত পাড়িক্কাল ও ফিল সল্টকে ফেরান তিনি। সঙ্গে করেন পর্তুগিজ মহাতারকার মতো সিইউউউ সেলিব্রেশন। আরসিবির জার্সিতে ৮৭টি ম্যাচ অতীতে খেলেছেন সিরাজ। নিয়েছেন ৮৩টি উইকেট। গড় ৩১.৪৫। চিন্নাস্বামীতে ম্যাচ শেষে যখন সেরার পুরস্কার পান সিরাজ, সেই সময় আবেগী হয়ে পড়েছিলেন। তিনি বলেন, “আমি খানিকটা আবেগী হয়ে পড়েছি। এখানে ৭ বছর ছিলাম। এখন আমার জার্সি লাল থেকে নীল হয়েছে। শুরুর দিকে খানিকটা নার্ভাস লাগছিল আবার আবেগীও হয়ে পড়ছিলাম। এরপর যখনই বল আমার হাতে চলে আসে, আমি ফর্মে ফিরে যাই।”
Post A Comment:
0 comments so far,add yours