মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা শহরে, সোজা পুলিশ কিয়স্কে ঢুকে গেল ডাম্পার
সোমের অন্ধকার চিরে মাথা তুলল শেয়ার বাজার, বিনিয়োগকারীদের জোগাল ‘ঘুরে দাঁড়ানোর’ আশা
প্রতিদিন কেমো নিয়ে শরীর ঝিমঝিম করে, ‘স্বেচ্ছাশ্রম’ নয়, মমতার কাছে ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন করতে চান চাকরিহারা শিক্ষক
ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্বর্ণপদক পেয়েছিলেন, চাকরিহারা শিক্ষিকার আশঙ্কা, ‘রাজনীতির গভীর জালে ফেঁসে যাচ্ছি না তো!’
হার্ডডিস্কের মধ্যেই লুকিয়ে আসল ‘প্রাণ ভ্রমরা’? বারবার বলছেন অভিজিৎ
অবাক করা বিষয়, রিয়াজ সাহেবের মা'কে সিভিক পুলিশের পোশাকধারী ওই চোর বলেছিলেন, 'দাদা পাঠিয়েছে... ', আর এই বলেই ফ্যান কাঁধে করে নিয়ে চলে যান বলে দাবি পরিবারের।
CCTV-তে ধরা পড়েছে সবটা, সিভিক পুলিশের পোশাক পরে তৃণমূল নেতার বাড়িতে চুরি!
সিভিক সেজে বাড়িতে চুরি!
সিভিক পুলিশের পোশাক পরে বেলুড়ের ভোট বাগানে তৃণমূল নেতার বাড়িতে চুরি! এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা, প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পুরসভার পরিচলন সমিতির অন্যতম সদস্য রিয়াজ আহমেদের বাড়ি থেকেই ইদের ভোরবেলায় চুরি হয়ে গেল স্ট্যান্ড ফ্যান ও চেয়ার। সমস্ত ঘটনাই ধরা পড়েছে সিসিটিভিতে।
অবাক করা বিষয়, রিয়াজ সাহেবের মা’কে সিভিক পুলিশের পোশাকধারী ওই চোর বলেছিলেন, ‘দাদা পাঠিয়েছে… ‘, আর এই বলেই ফ্যান কাঁধে করে নিয়ে চলে যান বলে দাবি পরিবারের। শুধু তাই নয় রিয়াজ সাহেবের ভাইকে ডেকে পার্টি অফিস খুলিয়ে পাঁচ খানা প্লাস্টিকের চেয়ারও নিয়ে যান তিনি। এমন কি এলাকার লোকদেরকে দিয়ে টোটো আনিয়ে তাতেই সব চাপিয়ে চলে যায়।
এরপর রিয়াজ আহমেদ যখন বাড়ি ফিরে আসেন, তখন তাঁকে মা পুরো বিষয়টা জানান। প্রথমদিকে তিনি বিষয়টি গুরুত্ব না দিলেও, নীচে গিয়ে চমকে যান। খোঁজখবর করে তিনি জানতে পারেন আদপেই পুলিশ কর্মচারী নন অভিযুক্ত। হাওড়ার বাঁকড়ার বাসিন্দা এক পাকা চোর। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ছবি পাঠানো হয় বিভিন্ন জায়গায়। এখনও তাঁকে ধরা না গেলেও প্রশাসনিক মহলের চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Post A Comment:
0 comments so far,add yours