এ বারের আইপিএলের আগে যে মেগা নিলাম হয়েছিল, সেখানে এক ভারতীয় ক্রিকেটার টিম পাননি। সেই অবিক্রিত ক্রিকেটারকেই আইপিএলের মঞ্চে নিজের পছন্দের সতীর্থ বলে জানিয়েছেন, ক্রিস গেইল।
বিরাট-এবিডি নন, আইপিএলের এই অবিক্রিত প্লেয়ারকে সবচেয়ে পছন্দ ক্রিস গেইলের
বিরাট-এবিডি নন, আইপিএলের এই অবিক্রিত প্লেয়ারকে সবচেয়ে পছন্দ ক্রিস গেইলের
আইপিএলের (IPL) মঞ্চ অনেক ক্রিকেটারকে মিস করে। যাঁরা অতীতে ঝড় তুলছেন এই জনপ্রিয় ক্রিকেট লিগে। এখন তাঁরা আর আইপিএলে খেলেন না। তাঁদের মধ্যে তালিকায় শুরুর দিকে রয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল (Chris Gayle)। ক্রিকেট প্রেমীরা আইপিএলের সময় অত্যন্ত বিধ্বংসী মেজাজে দেখতে পেত গেইলকে। জাতীয় দলে তিনি অতিমানবীয় ইনিংস যেমন খেলতেন, তেমনই আইপিএলেও তিনি রানের বন্যা বইয়ে দিতেন। ২০০৯ সাল থেকে ২০২১ সাল অবধি আইপিএলে খেলেছেন গেইল। করেছেন ৪৯৬৫ রান। রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি। মোট চারটি দলের (কেকেআর, কিংস ইলেভেন পঞ্জাব, পঞ্জাব কিংস ও আরসিবি) হয়ে আইপিএলের মঞ্চে গেইল ঝড় দেখা গিয়েছে। আইপিএলে আরসিবিতে খেলার সুবাদে বিরাট, এবিডির সঙ্গে গেইলের আলাদা কানেকশন তৈরি হয়েছিল। তারপরও অবশ্য তাঁদের জায়গায় আইপিএলে নিজের প্রিয় সতীর্থ হিসেবে অন্য এক ক্রিকেটারকে বেছে নিয়েছেন গেইল। কে তিনি?
এক ঝলকে দেখে নিন ক্রিস গেইলকে আইপিএল সংক্রান্ত ব়্যাপিড ফায়ারে (InsideSport এর এক্সক্লুসিভ সাক্ষাৎকার) কী কী জিজ্ঞাসা করা হয়েছিল, আর তার উত্তরে ইউনিভার্সাল বস কী কী বলেছেন —
আইপিএলে প্রিয় সতীর্থ কে? – সরফরাজ খান।
আইপিএলে সবচেয়ে কঠিন বোলার কে? – জসপ্রীত বুমরা।
Virat Kohli: ফিল্ডিংয়ের সময় আচমকা চোট, কেমন আছেন বিরাট কোহলি? খেলতে পারবেন তো!
Virat Kohli: ফিল্ডিংয়ের সময় আচমকা চোট, কেমন আছেন বিরাট কোহলি? খেলতে পারবেন তো!
Mohammed Siraj: লাল জার্সি নীল হয়েছে… GT-কে জিতিয়েও RCB-র জন্য আবেগী ম্যাচের সেরা মহম্মদ সিরাজ
Mohammed Siraj: লাল জার্সি নীল হয়েছে… GT-কে জিতিয়েও RCB-র জন্য আবেগী ম্যাচের সেরা মহম্মদ সিরাজ
IPL 2025 Points Table: ঘরের মাঠে বিরাটদের হারের পর পয়েন্ট টেবলের ভোলবদল, অরেঞ্জ ও পার্পল ক্যাপের মালিক কারা?
IPL 2025 Points Table: ঘরের মাঠে বিরাটদের হারের পর পয়েন্ট টেবলের ভোলবদল, অরেঞ্জ ও পার্পল ক্যাপের মালিক কারা?
চিয়ারলিডার থেকে ঘরের বউ, সামির সংসার সুখের হয়নি, লম্বা ইনিংস খেলছেন ডি’কক
চিয়ারলিডার থেকে ঘরের বউ, সামির সংসার সুখের হয়নি, লম্বা ইনিংস খেলছেন ডি’কক
কোন দলের বিরুদ্ধে খেলতে পছন্দ করেন? – মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএলে কোন দলের বিরুদ্ধে খেলতে পছন্দ করেন না? – চেন্নাইয়ের মাটিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
আইপিএলের ইতিহাসে সেরা বোলার কে? – সুনীল নারিন।
আইপিএলের ইতিহাসে সেরা ব্যাটার কে? – বিরাট কোহলি।
ভারতের সবচেয়ে প্রিয় জায়গা – বেঙ্গালুরু, গোয়া ও কেরালা।
প্রিয় ভারতীয় খাবার – বাটার চিকেন।
এ বারের আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন সরফরাজ খান। কোনও দল তাঁকে কেনেনি। সেই ক্রিকেটারই গেইলের প্রিয় সতীর্থ। খোদ গেইল এটাই জানিয়েছেন। একইসঙ্গে সরফরাজকে নিয়ে গেইল এও বলেন যে, “আমাদের যোগাযোগ রয়েছে। সরফজার এখনও আমাকে মেসেজ করে। ও অনেক তরুণ। আমার ছেলের মতো। নিশ্চিতভাবে ও ভবিষ্যতের তারকা। ওর দিকে সকলের নজর থাকবে।”
Post A Comment:
0 comments so far,add yours