স্থানীয় বাসিন্দারা বলছেন, একে রবিবার। সেই কারণে বাজারে ভিড় ছিল। এর মধ্যেই ধাক্কা মারে গাড়িটি। জানা যাচ্ছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 রাম-নবমীর দিন ভয়ঙ্কর কাণ্ড ঠাকুরপুকুরে, বাজারে ঢুকে পরপর সকলকে ধাক্কা, কালো গাড়ির দরজা খুলতেই ভিতর থেকে বেরিয়ে এল...
ঠাকুরপুকুরে এই গাড়ি ধাক্কা মেরেছে




রামনবমীর সকালে ঠাকুরপুকুরে বড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিড়ের মধ্যে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি। সাত-আটজনকে পরপর ধাক্কা। কার্যত দুমড়ে-মুচড়ে যায় সেটি। এরপর সাধারণ মানুষ ধরে ফেলে গাড়িটি। তারপরই ভিতর থেকে বেরিয়ে এলেন তিনজন। দু’জন মহিলা ও একজন পুরুষ। আর ছিলেন গাড়ির চালক।


প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রথমে গাড়িটি হাসপুকুর এলাকায় ২ থেকে ৩ জনকে ধাক্কা মারে। এরপর চলন্ত গাড়ি ঢুকে পড়ে ঠাকুরপুকুর বাজারে। সেখানে আট থেকে ন’জনকে ধাক্কা মারার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সাধারণ মানুষ ধরে ফেলে ওই গাড়িটিকে। শুরু হয় তুমুল হই-হট্টগোল। গাড়ির দরজা খুলে ওই দুজন মহিলা এবং পুরুষকে বের করে আনেন স্থানীয় মানুষজন। তাঁদের অভিযোগ, প্রত্যেককেই মদ্যপ অবস্থায় ছিল।

স্থানীয় বাসিন্দারা বলছেন, একে রবিবার। সেই কারণে বাজারে ভিড় ছিল। এর মধ্যেই ধাক্কা মারে গাড়িটি। জানা যাচ্ছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। এক প্রত্যক্ষদর্শী বলেন, “হঠাৎ দেখি কালো গাড়িটা বাজারে ঢুকে গেল। তারপর ধাক্কা দিতে শুরু করল। এরপর পালানোর চেষ্টা করলে আমরা ধরে ফেলি। পুলিশ এসেছে। শুনছি অনেকে আহত হয়েছে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours