ওয়াকফ আইনের প্রতিবাদে কয়েকদিন আগে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক জায়গা। সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়। আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের পাশাপাশি নামে বিএসএফ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মোতায়েন করা হয় আধাসেনাও।


মুর্শিদাবাদে হিংসার তদন্তে বিশেষ তদন্তকারী টিমের আবেদন জানিয়ে মামলা সুপ্রিম কোর্টে
মুর্শিদাবাদে হিংসার ঘটনার তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন




 মুর্শিদাবাদে হিংসায় বিশেষ তদন্তকারী টিম গঠনের আবেদন জানিয়ে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। শশাঙ্ক শেখর ঝা নামে শীর্ষ আদালতের এক আইনজীবী সোমবার এই আবেদন জানান। সুপ্রিম কোর্টের নজরদারিতে বিশেষ তদন্তকারী টিম এই তদন্ত করুক বলে আবেদন জানিয়েছেন তিনি। সাধারণ মানুষের প্রাণহানি ঠেকাতে এবং হিংসা যাতে আরও ছড়িয়ে না পড়ে, তার জন্য পদক্ষেপ করতেও সুপ্রিম কোর্টে আবেদন জানান তিনি।


ওয়াকফ আইনের প্রতিবাদে কয়েকদিন আগে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক জায়গা। সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়। আগুন জ্বালিয়ে দেওয়া হয়। হিংসায় তিনজনের মৃত্যু হয়। ২ জনকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। একজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের পাশাপাশি নামে বিএসএফ-ও। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে আধাসেনাও পৌঁছে যায় মুর্শিদাবাদে। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মুর্শিদাবাদে যান।

বর্তমানে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। তবে এখনও গুজব ছড়াচ্ছে বলে তিনি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন বিএসএফ ইস্টার্ন কম্যান্ডের এডিজি রবি গান্ধী। আবার গুজব যাতে না ছড়ায়, সেজন্য মুর্শিদাবাদের আরও কয়েকটি জায়গায় মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দুশোর বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours