বঙ্গোপসাগরে একটি ট্রলার সহ কোটি টাকার সুপারি বাজেয়াপ্ত

১০ই এপ্রিল বঙ্গোপসাগরের জলসীমানায় জাহাজ নিয়ে টহলদারির সময় একটি ট্রলার দেখতে পায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা। ট্রলারটি সুপারি বোঝাই করে নিয়ে যাচ্ছিল বলে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী দপ্তর থেকে জানা যায়। 
কোস্ট গার্ডের জওয়ানদের সন্দেহ দানা বাঁধতেই ট্রলারটিকে দাঁড়াতে বলা হয়‌। ট্রলারে থাকা ব্যক্তিদের কাছে সুপারির বৈধ কাগজপত্র দেখতে চাইলে উপকূল রক্ষী বাহিনীকে কিছুই দেখাতে পারেনি ট্রলারে থাকা ব্যক্তিরা। এছাড়াও তাদের কথা বার্তায় একাধিক অসংগতি মেলায় ট্রলারসহ ১৪ জনকে আটক করে উপকূল রক্ষী বাহিনী। কোস্টগার্ডের হাতে আটক একটি ট্রলার সহ ১৪ জন।

 কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মা বাসন্তী নামের ট্রলারটিতে মোট ৪৪০ বস্তা সুপারি ছিল। আনুমানিক ওজন প্রায় ২৭ টন। যার বাজার মূল্য কোটি টাকা। ট্রলারটি কোথা থেকে সুপারি বোঝাই করে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তা জানার চেষ্টা করছে উপকূল রক্ষী বাহিনী।

স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours