তাপরি জংশনের কাছাকাছি লোকো পাইলট লক্ষ্য করেন, ইঞ্জিনের চাকায় কিছু একটা সমস্যা হচ্ছে। ফ্যানের গতি বাড়াতে গেলেই কিছু একটা সমস্যা হচ্ছে।

এমনও হয়! মাঝপথে গলে গেল ট্রেনের চাকা, বড় বিপত্তি জনশতাব্দী এক্সপ্রেসে
গলে গেল ট্রেনের চাকা।

বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল দেরাদুন – নয়াদিল্লি জনশতাব্দী এক্সপ্রেস। বিরলতম ঘটনা রেলে। রেললাইনে ছুটতে ছুটতেই গলে গেল ট্রেনের চাকা। বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল দেরাদুন – নয়াদিল্লি জনশতাব্দী এক্সপ্রেস।


আজ, শুক্রবার দেহরাদুন থেকে নয়াদিল্লি ফিরছিল জনশতাব্দী এক্সপ্রেস। তাপরি জংশনের কাছাকাছি পৌঁছতেই লোকো পাইলট লক্ষ্য করেন, ইঞ্জিনের চাকায় কিছু একটা সমস্যা হচ্ছে। ফ্যানের গতি বাড়াতে গেলেই কিছু একটা সমস্যা হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন।

এরপর নেমে এসে দেখেন, ইঞ্জিনের একটি চাকার একাংশ গলে গিয়েছে। এমনকী, সেই অংশের কারণে রেল লাইনেও কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কাণ্ড দেখে তো স্তম্ভিত সকলে।


সঙ্গে সঙ্গে নিকটবর্তী জংশনের রেল আধিকারিকদের খবর পাঠানো হয়। ইতিমধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা এসেছেন।তারা ট্রেনের চাকা পরীক্ষা করে দেখছেন।

তবে যেভাবে চাকা গলে গিয়েছে, তাতে গতি আরও বৃদ্ধি করলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যেত এবং উল্টে যেত। বহু মানুষের প্রাণ হারিয়ে আশঙ্কা থাকত। লোকো পাইলটের তৎপরতায় অল্পের জন্য প্রাণ বাঁচল শয়ে শয়ে যাত্রীর।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours