রামনবমীর মহামিছিলে একসাথে বিজেপি তৃণমূল, পুলিশি কড়া নিরাপত্তায় ডায়মন্ড হারবারে রামনবমীর মহামিছিল 

পুলিশি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ডায়মন্ড হারবারে রামনবমীর বর্ণাঢ্য  শোভাযাত্রায় একসাথে হাঁটলেন বিজেপি ও তৃণমূল নেতৃত্ব। রবিবার ডায়মন্ড হারবার কপাট হাট থেকে কেল্লার মাঠ পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা কয়েক হাজার মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা মহামিছিলের রূপ নেয়।

 এই শোভাযাত্রায় একসাথে যোগ দিলেন বিজেপি ও তৃণমূল নেতৃত্ব।  রাম, লক্ষণ ও হনুমানকে নিয়ে পথনাটিকার মাধ্যমে গেরুয়া ধ্বজা হাতে  ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত হলো রামনবমীর মিছিল। 

স্টাফ রিপোর্টার মুন্না সর্দার




Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours