রাম-নবমীর দিন ভয়ঙ্কর কাণ্ড ঠাকুরপুকুরে, বাজারে ঢুকে পরপর সকলকে ধাক্কা, কালো গাড়ির দরজা খুলতেই ভিতর থেকে বেরিয়ে এল…
ট্রাম্প কার্ডে’ বাংলাদেশ ভাতে মরলেও পাতে মরবে কি ভারত?
ক্রিমিনাল কেস করলেই ওরা সব বলে দেবে: জহর সরকার
ওয়াকফের আঁচ! পার্ক সার্কাসে পথে নামল হাজার-হাজার মুসলিম
কারও নাম ‘স্কোয়ারফুট’, কারও নাম ‘তোলা’! তৃণমূল আমলে নেতাদের রমরমা দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে জহর সরকারের
বিষয়টি বুধবার মধ্যরাতে প্রায় ১টার কাছাকাছি সময় পরিবারের লোক বিষয়টি জানতে পারে। তাঁকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোররাতে তাঁর মৃত্যু হয়।
বহুবার বারণ করেছিলেন স্ত্রী, কথা শোনেননি, বন্ধুদের ডাকে বাড়ির বাইরে যেতেই চরম পরিণতি যুবকের
মৃতের স্ত্রী
মদের আসরে ডেকে নিয়ে এসে বন্ধুকে খুনের অভিযোগ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুভাসপল্লী মাঠে। মৃতের নাম বিশাল সাউ (২৫)। বাড়িতে তাঁর স্ত্রী আড়াই মাসের ছেলে আছে। বছর খানেক আগে বিয়ে হয়।
জানা গিয়েছে, বিশাল ছাতু বিক্রি করতেন। পরিবারের দাবি, রাত্রি ১০টা ৪২ নাগাদ ফোন আসে তাঁর কাছে। তাঁকে বাড়ি থেকে ডেকে আনেন বলে অভিযোগ আকাশ পাইক নামে তাঁরই এক বন্ধু। আকাশ ছাড়াও রাকেশ ও রাহুল নামে আরও দুজন ছিলেন বলে দাবি। পরিবারের দাবি, স্ত্রী বারণ করলেও জোর করে বন্ধুদের সঙ্গে যান। অভিযোগ, এরপর মদ্যপানের আসরে তাঁরাই তাকে মারধর করে। মাঠের মধ্যে ফেলে চলে যায়। ঘটনায় এই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি বুধবার মধ্যরাতে প্রায় ১টার কাছাকাছি সময় পরিবারের লোক বিষয়টি জানতে পারে। তাঁকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোররাতে তাঁর মৃত্যু হয়। মৃতের স্ত্রী বলেন, “আকাশ নামের একজন ছেলে ফোন করে বলল এসো তোমায় বিয়ার খাওয়াব। তোমায় পার্টি দেব। আমি অনেক বললাম যেও না। যেও না। শুনল না। সেই চলেই গেল। ওকে মেরে ফেলল। আমার ছোট বাচ্চা আছে।” মৃতের বাবা সত্যেন্দ্র সাউ বলেন, “আমরা খাবার খেয়ে শুয়েছি। আমার কাছে ফোন এল। শুনলাম ছেলেকে মেরে ফেলে রেখে গেছে।”
Post A Comment:
0 comments so far,add yours