মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা শহরে, সোজা পুলিশ কিয়স্কে ঢুকে গেল ডাম্পার
সোমের অন্ধকার চিরে মাথা তুলল শেয়ার বাজার, বিনিয়োগকারীদের জোগাল ‘ঘুরে দাঁড়ানোর’ আশা
প্রতিদিন কেমো নিয়ে শরীর ঝিমঝিম করে, ‘স্বেচ্ছাশ্রম’ নয়, মমতার কাছে ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন করতে চান চাকরিহারা শিক্ষক
ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্বর্ণপদক পেয়েছিলেন, চাকরিহারা শিক্ষিকার আশঙ্কা, ‘রাজনীতির গভীর জালে ফেঁসে যাচ্ছি না তো!’
হার্ডডিস্কের মধ্যেই লুকিয়ে আসল ‘প্রাণ ভ্রমরা’? বারবার বলছেন অভিজিৎ
মহাকুম্ভ তাঁর কপাল ঘুরিয়ে দিয়েছিল। যে মেয়ে মালা বেচে সংসার চালাত, সেই মেয়েই এখন বলিউডের চোখের মণি হতে চলেছিলেন। ইন্দোরের গ্রাম থেকে, কখনও বেঙ্গালুরু, কখনও কেরলে বিমানে চেপে ঘুরে বেড়াচ্ছিলেন মহাকুম্ভের ভাইরাল কন্য়া মোনালিসা ভোঁসলে।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরিচালক, হাউ হাউ করে কাঁদছেন মহাকুম্ভের মোনালিসা
মহাকুম্ভ তাঁর কপাল ঘুরিয়ে দিয়েছিল। যে মেয়ে মালা বেচে সংসার চালাত, সেই মেয়েই এখন বলিউডের চোখের মণি হতে চলেছিলেন। ইন্দোরের গ্রাম থেকে, কখনও বেঙ্গালুরু, কখনও কেরলে বিমানে চেপে ঘুরে বেড়াচ্ছিলেন মহাকুম্ভের ভাইরাল কন্য়া মোনালিসা ভোঁসলে। শিখছিলেন পড়াশুনোও। পরিচালক সানোজ মিশ্রর হাত ধরে ধীরে ধীরে সিনেমার জন্য তৈরিও হচ্ছিলেন। কিন্তু মোনালিসার সেই সুখও বেশিদিন টিকল না। স্বপ্নপূরণ হওয়ার আগেই সব শেষ! এখন শুধুই হাউ হাউ করে কেঁদে যাচ্ছেন মহাকুম্ভের ভাইরালকন্যা। কেননা, তাঁর জীবন যে বদলে দিতে চেয়েছিলেন, সেই পরিচালক সানোজ মিশ্র এখন কারাগারে। সানোজ ধর্ষণের অভিযোগে হয়েছেন গ্রেফতার। আর সেই কারণে, শুরুর আগেই স্থগিত মোনালিসার প্রথম ছবি। সম্প্রতি ভাইরাল হয়েছে মোনালিসার একটি কান্নার ভিডিয়ো। মনে করা হচ্ছে, সানোজের গ্রেফতারির জন্যই এমন কাঁদছেন মোনালিসা।
জানা গিয়েছে, বছর আঠাসের এক তরুণীর অভিযোগের উপর ভিত্তি করেই পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। তরুণীর অভিযোগ, সোশাল মিডিয়ার হাত ধরেই পরিচয় হয় পরিচালকের সঙ্গে। সিনেমায় অভিনয়ের সুযোগ এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মুম্বইয়ের ফ্ল্য়াটে দিনের পর দিন ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, মাদক সেবনের জন্য জোরও করা হয় তাঁকে। নগ্ন ছবি ও ভিডিও তুলে ব্ল্য়াকমেলও করা হত তাঁকে। শেষমেশ পুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী। তরুণীর অভিযোগের ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতার ১৬৪ ধারায় গ্রেফতার করা হয়েছে পরিচালক সানোজ মিশ্রকে।
Post A Comment:
0 comments so far,add yours