একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
নামখানায় শুরু হতে চলেছে এই প্রথম বিশাল বড়ো মাপের টুর্নামেন্ট, সৌভ্রাতৃত্ব ও সম্প্রতি কাপ, দেখে নেওয়া যাক প্রস্তুতি পর্ব
দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ এলাকার অমরাবতী মুন্সিরোড বাসস্টপেজ নিকটবর্তী ময়দানে মুন্সিরোড হ্যাপি সংঘের পরিচালনায় পাঁচ দিনব্যাপী নকআউট লং টেনিস ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫ নাম সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতি কাপ।
যেখানে বিজয়ী দল পাবে ট্রফি সহ এক লক্ষ টাকা এবং রানার্স দল পাবে ট্রফি সহ ৮০ হাজার টাকা। শুভ উদ্বোধন ২৯শে এপ্রিল মঙ্গলবার। এছাড়াও রয়েছে সেরার সেরা খেলোয়াড়দের জন্য অনন্য সন্মান। মাঠে উপস্থিত থাকা ক্রিকেট প্রেমি দর্শকদের জন্য থাকছে একাধিক উপহার। যা নামখানা ব্লকে এই প্রথমবার। ফ্রেজারগঞ্জের অমরাবতী মুন্সি রোড গায়েন স্টেডিয়ামে এই সম্প্রতি ও সৌভ্রাতৃত্ব কাপের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৫ ই বৈশাখ অর্থাৎ ২৯ শে এপ্রিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রিসহ প্রশাসনিক ব্যক্তিগণ।
ইতিমধ্যে মাঠের বিভিন্ন কাজকর্মের প্রস্তুতিসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার শুরু করে দিয়েছেন মুন্সি রোড হ্যাপি সংঘের সদস্যরা। ২৯ শে এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠান সহ পুরো খেলা দেখার জন্য আহ্বান জানিয়েছেন মুন্সি রোড হ্যাপি সংঘের সদস্যরা, এবং সরাসরি এই খেলার এক্সক্লুসিভ লাইভ আপনারা বাড়ি বসেই উপভোগ করুন কাকদ্বীপ ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours