শোনা যায়, সান বাংলার কার্যনিবাহী প্রযোজক শ্রিয়া বসু, ঋতুপর্ণা সেন, ভিক্টো সকলেই নাকি ছিলেন গাড়িতে। উঠে আসে আরিয়ান ভৌমিক ও স্যান্ডি সাহার নামও। ঠিক কী ঘটেছিল? গতকাল রাত থেকে সবিস্তারে খোলসা করলেন আরিয়ান।


ঠাকুরপুকুর দুর্ঘটনায় তোলপাড় টলিউড, রাত থেকে কী কী ঘটে, খোলসা করলেন আরিয়ান



রবিবার সকাল থেকে ঠাকুরপুকুর দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য টলিপাড়ায়। শোনা যাচ্ছে টলিউডের একাধিক সদস্য এই দুর্ঘটনার সঙ্গে জড়িত। রবিবার সকালে খবর ছড়ায়, সকাল ৯টার সময়ে ঠাকুরপুকুর বাজার এলাকায় একটি বি.এম. ডাব্লিউ গাড়ি কয়েকজন পথচারীদের আচমকা ধাক্কা দেয়। কিছুক্ষণ পরই শোনা যায় ওই গাড়ি নাকি চালাচ্ছিলেন পরিচালক ভিক্টো। গাড়িতে বাকি কারা ছিলেন তা নিয়ে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। শোনা যায়, সান বাংলার কার্যনিবাহী প্রযোজক শ্রিয়া বসু, ঋতুপর্ণা সেন, ভিক্টো সকলেই নাকি ছিলেন গাড়িতে। উঠে আসে আরিয়ান ভৌমিক ও স্যান্ডি সাহার নামও। ঠিক কী ঘটেছিল? গতকাল রাত থেকে সবিস্তারে খোলসা করলেন আরিয়ান।



 তরফ থেকে আরিয়ানকে ফোন করা হলে, তিনি বলেন, “আমাদের সিরিয়াল ‘ভিডিয়ো বৌমা’র রেটিং ভাল হওয়ার কারণে সেলিব্রেট করতে আমরা শনিবার রাতে পৌঁছে যাই দক্ষিণ কলকাতার একটি পানশালায়। তবে সেখান থেকে আমি আমার নিজের গাড়ি করে বেরিয়ে যাই। যে গাড়ি চালাচ্ছিলেন আমার চালক। এরপর জোকার কাছে আমার বাড়িতে পরিচালক ভিক্টো, ঋতুপর্ণা সেন আজ সকলে (৬ এপ্রিল) আড্ডা দেয়। এরপর ওঁরা গাড়ি নিয়ে আবার বেরিয়ে যায়। এরপর আমি আর কিছু জানি না। আমার শুট ছিল। তাই কিছুক্ষণ পর আমি নিজের গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পরি। শুটিং সেটে এসে সবটা আমার কানে আসে। তারপর থেকেই ফোন পাচ্ছি। শুনেছি, গাড়িতে ভিক্টো, শ্রিয়া, ঋতুপর্ণা বোধহয় ছিলেন।”



আরিয়ান দাবি করেন, আরিয়ানের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় পরিচালক ভিক্টো, সঙ্গে ছিল ঋতুপর্ণা সেন ও শ্রিয়া বসু। স্যান্ডি সাহা থাকলেও তিনি আলাদাই বেরিয়ে গিয়েছিলেন বলে জানান অভিনেতা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours