নাচবেন লাভলি-সায়ন্তিকা, গাইবেন বাবুল-অদিতিরা, হাসাবেন কাঞ্চন, থাকছেন রাজ-ব্রাত্যও! বিধানসভায় এবার বড় চমক
প্রথম পরীক্ষায় পাশ রাজ্যের! ‘লাভের গুড়’ আদৌ পাবে চাকরিহারারা?
আমি না থাকলে তোকে কে দেখবে!’ মায়ের কথাতে শেষ পর্যন্ত বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ, পাত্রী কে?
বাহিনী চলে গেলে আমরা গ্রামছাড়া হব’
৫ লক্ষ টাকা পুড়ে গিয়ে নিঃস্ব সামশেরগঞ্জের ঘোষ পরিবার, নোট পুড়ে গেলে টাকা ফেরত পাওয়া যায় কি? জানুন
তৃণমূল সূত্রে খবর, আগামী বুধবার বেলা তিনটে থেকে শুরু হবে এই মিছিল। গোটা রাজ্যজুড়ে জেলা,ব্লক, টাউন ও ওয়ার্ডে মিছিল করবে তৃণমূল। পাশাপাশি কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হবে এই মিছিল।
চাকরি বাতিল নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের, বুধবারই বিশেষ কর্মসূচি
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী
প্রায় ছাব্বিশ হাজারের চাকরি যেতেই সরগরম রাজ্য-রাজনীতি। বিজেপি-সিপিএম ইতিমধ্যেই এই দুর্নীতির দায় রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়েছে। এই আবহের মধ্যেই এবার চাকরি বাতিল ইস্যু নিয়ে বড় সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। এবার পথে নামছে তারা। আগামী ৯ এপ্রিল অর্থাৎ বুধবার তৃণমূলের যুব ও ছাত্র সংগঠনের মিছিল হবে বলে জানা গিয়েছে।
তৃণমূল সূত্রে খবর, আগামী বুধবার বেলা তিনটে থেকে শুরু হবে এই মিছিল। গোটা রাজ্যজুড়ে জেলা,ব্লক, টাউন ও ওয়ার্ডে মিছিল করবে তৃণমূল। পাশাপাশি কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হবে এই মিছিল। রাজ্যের শাসকদলের দাবি, বিজেপি ও সিপিএম-এর ষড়যন্ত্রের জন্যই এতজনের চাকরি গিয়েছে। সেই তত্ত্বকেই সামনে রেখে মাঠে নামছে তৃণমূলের ছাত্র ও যুব শাখা। এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “সিপিএম ও বিজেপির গভীর চক্রান্তের ফলে ছাব্বিশ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। এর বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেস আগামী ৯ই এপ্রিল কলকাতায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল।”
উল্লেখ্য, আগামী বছর রয়েছে বিধানসভা ভোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২৬ হাজারের এই চাকরি বাতিল ইস্যু শাসকদলের জন্য বড়সড় ধাক্কা। ইতিমধ্যেই এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়ছে না বিজেপি-সিপিএম। ফলত, এই ধাক্কা সামলাতে যে ময়দানে নামছে তৃণমূলের ছাত্র-যুবরা তা বলার অপেক্ষা রাখে না। এর আগে আরজি কর-কাণ্ডের সময়ও যখন শাসকদলের দিকে আঙুল তোলা হচ্ছিল, সেই সময়ও তৃণমূলের মহিলা নেতা-কর্মীদের নামতে দেখা গিয়েছিল ময়দানে। এবারও আগামী ভোটের আগে বিরোধী দলগুলি যাতে ফের গা-ঝাড়া দিয়ে না উঠে দাঁড়াতে পারে সেই চেষ্টাই করছে শাসকদল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Post A Comment:
0 comments so far,add yours