একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
সোমবার সকালে ভাঙড় থেকে আইএসএফ কর্মী সমর্থকরা বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে মিছিল করেন। মিছিল যাওয়ার কথা রামলীলা ময়দানে। দুটো পথে মিছিল বের হয়। কিন্তু একটা মিছিল পুলিশ মাঝপথে আটকায়। ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন মিছিলে অংশগ্রহণ
ভাঙড়ের এই প্রতিবাদ মিছিল নিয়েই মুখ খোলেন ফিরহাদ। তিনি বলেন, “এখানে তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এখানে ওয়াকফ আইন কার্যকর হবে না। তাহলে যাঁরা নাটক করেছেন, কেন করছেন? কেন আমাদের এখানে মানুষের অসুবিধা করছেন? আমরা যখন রাস্তায় নামি, পথ অবরোধ করি, সব ধরনের মানুষের তো অসুবিধা হয়। যেখানে কার্যকরই হচ্ছে না, সেখানে কেন মানুষকে আমরা অসুবিধার মধ্যে ফেলব, কেবল নিজেদের জাহির করার জন্য? এটা দেখানোর জন্য, যে আমার হাতে কত লোক রয়েছে?”
ফিরহাদের ডাক, ” প্রতিবাদ করতে হলেই সব থেকে ভাল হচ্ছে, সবাই মিলে ডাক দিন না দিল্লি যাওয়ার। যেখানে ওয়াকফ বিলটা প্রয়োগ হয়েছে, যে রাজ্যগুলোতে প্রয়োগ হবে, সেখানে প্রতিবাদ করা উচিত। এখানে কীসের জন্যে?”
এদিকে, ভাঙড়ে আইএসএফের প্রতিবাদ মিছিল, তা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, তা নিয়ে ‘ফিশ ফ্রাই’ খোঁচা দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমরা বিএ কমিটিতে যাই না, নওশাদ যান। তিনি ওয়ান টু ওয়ান মিটিং করেছিলেন নবান্নে। এটা তো হওয়ার কথা ছিল না। ফ্রিশ ফ্রাই খাওয়ার পর তো এটা হওয়া উচিত নয়।”
উত্তপ্ত পরিস্থিতির পরও একটা টিম নিয়ে রামলীলা ময়দানের উদ্দেশে রওনা হন বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, “মিছিলে যাঁরা অংশ নিয়েছেন, তাঁরা প্রত্যেকেই আইএসএফের কর্মী সমর্থক। তৃণমূলের লোক আইএসএফ সেজে যদি মিছিল করে, তাহলে আলাদা জিনিস। আইএসএফ শান্তিপূর্ণভাবে মিছিল করছে, কোনও উত্তেজনামূলক পদক্ষেপ করেনি।”
Post A Comment:
0 comments so far,add yours