নাচবেন লাভলি-সায়ন্তিকা, গাইবেন বাবুল-অদিতিরা, হাসাবেন কাঞ্চন, থাকছেন রাজ-ব্রাত্যও! বিধানসভায় এবার বড় চমক
প্রথম পরীক্ষায় পাশ রাজ্যের! ‘লাভের গুড়’ আদৌ পাবে চাকরিহারারা?
আমি না থাকলে তোকে কে দেখবে!’ মায়ের কথাতে শেষ পর্যন্ত বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ, পাত্রী কে?
বাহিনী চলে গেলে আমরা গ্রামছাড়া হব’
৫ লক্ষ টাকা পুড়ে গিয়ে নিঃস্ব সামশেরগঞ্জের ঘোষ পরিবার, নোট পুড়ে গেলে টাকা ফেরত পাওয়া যায় কি? জানুন
নামখানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবক
দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের নারায়ন গঞ্জ এলাকায় ঘটে এমন ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় বছর ৩৫ এর নন্দদুলাল মন্ডল রবিবার রাতে গ্রামের কিছু বাড়িতে বিদ্যুৎ না থাকায়, ওই এলাকায় থাকা ইলেকট্রিক ট্রান্সফরমারটি রাতে একাই দেখতে যান। ট্রান্সফরমারের কোনো সমস্যা হয়েছে কিনা তা দেখার জন্য ইলেকট্রিক পোস্টে উঠলে তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই যুবক। তবে রাতের এই ঘটনা কেউই জানতে পারেননি। পরদিন সকালে ওই এলাকার মানুষ নন্দদুলান মন্ডলকে ইলেকট্রিক
ট্রান্সফরমারের ওপর জ্ঞানহীন অবস্থায় ঝুলতে দেখে, এবং তৎক্ষণাৎ খবর দেওয়া হয় নামখানা থানা এবং বিদ্যুৎ দপ্তরে। পুলিশ এসে গ্রামবাসীদের সহযোগিতায় ইলেকট্রিক ট্রান্সফরমারের ওপর থেকে নন্দদুলান মন্ডলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃত ওই দেহ ময়না তদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় নামখানা ব্লকের নারায়ন গঞ্জ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours