রামনবমীর মহামিছিলে একসাথে বিজেপি তৃণমূল, পুলিশি কড়া নিরাপত্তায় ডায়মন্ড হারবারে রামনবমীর মহামিছিল
বাবা তৈরি হচ্ছিলেন রাম-নবমীর শোভাযাত্রায় বেরবেন, আর তখনই কোলের ছেলেটাকে পিষে দিল গাড়ি
ঠাকুরপুকুর দুর্ঘটনায় তোলপাড় টলিউড, রাত থেকে কী কী ঘটে, খোলসা করলেন আরিয়ান
গেরুয়া ধ্বজা উড়ছে ‘লাল’ যাদবপুরে, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উড়িয়েই ক্যাম্পাসে চলছে রামের পুজো
সংখ্যালঘু ‘ভূমিপুত্রে’ ভরসা বামেদের! সীতারামের উত্তরসূরি কে এই আলেকজান্ডার?
পুলিশ সূত্রে জানা গিয়েছে,অভিযুক্ত ওই যুবক নাবালিকার ছবি বিকৃত করে। অভিযোগ, এরপর গত মাসের ২৪ তারিখে সেই ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করে। পরবর্তীতে বুধবার নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।
নাবালিকার ছবি বিকৃত করে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক
ধর্ষণের ঘটনা
রাজ্যে ফের ধর্ষণের ঘটনা। নাবালিকার ছবি বিকৃত করে তারপর সেই ছবি দেখিয়ে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,অভিযুক্ত ওই যুবক নাবালিকার ছবি বিকৃত করে। অভিযোগ, এরপর গত মাসের ২৪ তারিখে সেই ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করে। পরবর্তীতে বুধবার নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
উল্লেখ্য, তিলোত্তমা ধর্ষণ-কাণ্ডের পর গোটা রাজ্যজুড়ে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। উত্তাল হয়েছিল গোটা রাজ্য। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনজীবী থেকে শুরু করে পথে নামেন সব শ্রেণির মানুষ। বিচারের দাবি তুলতে থাকেন তাঁরা। কিন্তু সেই ঘটনার পরও এক শ্রেণির মানুষের কোনও টনকই নড়েনি। একের পর এক নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসতে থাকেন। কখনও তা নাবালিকা, কখনও বা তা প্রাপ্ত বয়স্ক।
Post A Comment:
0 comments so far,add yours