ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে এক সময় বিপাকে পড়েন বিরাট। আচমকা আঙুলে চোটও পান। যা দেখে আরসিবি ও কোহলির ভক্তরা রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিলেন।


ফিল্ডিংয়ের সময় আচমকা চোট, কেমন আছেন বিরাট কোহলি? খেলতে পারবেন তো!
ফিল্ডিংয়ের সময় আচমকা চোট, কেমন আছেন বিরাট কোহলি? খেলতে পারবেন তো!


বিরাট কোহলি (Virat Kohli) ক্রিকেট বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটার। তাঁকে দেখে হাজার হাজার তরুণ ক্রিকেটার অনুপ্রাণিত হয়। ব্যাট হাতে কোহলির ঝোড়ো ইনিংস যেমন উপভোগ্য, তেমনই ফিল্ডিংয়ে তিনি তুখোড়। তবে ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে এক সময় বিপাকে পড়েন বিরাট। আচমকা আঙুলে চোটও পান। যা দেখে আরসিবি ও কোহলির ভক্তরা রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিলেন। এ বার আরসিবির কোচ কোহলির চোটের অবস্থা জানিয়েছেন। কেমন আছেন বিরাট?



একে গুজরাট টাইটান্সের কাছে ঘরের মাঠে হার, তার উপর বিরাট কোহলির চোট। আরসিবির শিবিরের প্রাথমিকভাবে চিন্তা হওয়ারই দস্তুর। অবশ্য আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার দলের সুপারস্টারকে নিয়ে যে আপডেট দিয়েছেন, তাতে অনেকেই কপাল থেকে চিন্তার ভাঁজ কমে যাবে। কারণ, ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, “বিরাট এক্কেবারে ঠিক রয়েছে।”

উল্লেখ্য, আরসিবির বিরুদ্ধে আইপিএলের ম্যাচে গুজরাট টাইটান্স যখন রান তাড়া করছিল, সেই সময় ১২তম ওভারে ক্রিজে ছিলেন সাই সুদর্শন ও জস বাটলার। গুজরাটের দলগত রান ১ উইকেটে ১০৪ থাকাকালীন বিরাট ফিল্ডিং করতে গিয়ে আচমকা চোট পান।

কোহলি ঠিক থাকা মানেই আরসিবির প্লেয়াররা খানিক হলেও বাড়তি আত্মবিশ্বাস পান। কারণ বিরাট এমনই এক প্লেয়ার, যিনি দলের যে কোনও প্লেয়ারের প্রয়োজনে টিপস দেন। হাতে ধরে শিখিয়েও দেন। যেহেতু তাঁর চোট গুরুতর নয়, তাই আরসিবির পরের ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে কোনও সমস্যা নেই
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours