দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড কাকদ্বীপে

দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নামখানা স্টেশন থেকে একদম কাছে আনুমানিক দুপুর সাড়ে বারোটা নাগাদ হঠাৎই PHE পার্শ্ববর্তী মাঠে এলাকার মানুষজন দেখতে পায় দাউ দাউ করে আগুন জ্বলছে । তখনই এলাকার মানুষজন তড়িঘড়ি করে পৌঁছে আগুনটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে আগুনের লেলিহান শিখায় তীব্র না থাকলেও হাওয়ার ঝলকে আনুমানিক দু বিঘা জলাশয় জুড়ে আগুন ছড়িয়ে পড়ে।


 তবেই হাওয়ার দাপটে আগুনে কারণে ইলেকট্রিকের তারও পুড়ে যায় বলে জানা যায়। এরপর এলাকার মানুষজন খবর দেয় কাকদ্বীপ থানায় ও দমকল বাহিনীকে। ঘটনাস্থলে এলাকার মানুষজন, দমকল বাহিনী ও কাকদ্বীপ পুলিশ প্রশাসনের সহযোগিতায় আগুণকে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা যায়। তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কাকদ্বীপ পুলিশ প্রশাসন এই বিষয়ে তদন্ত শুরু করেছেন। 

ষ্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours