শিরোনাম পড়ে চমকে উঠেছেন? নাকি ভাবছেন এই নিশ্চয়ই কোনও ফিল্মি গল্প, যার শেষে রয়েছে টুইস্ট। কিন্তু খরাজ মুখোপাধ্য়ায়ের কথা শুনলে বুঝবেন, এ ঘটনা গল্প নয়, একেবারে সত্য়ি!


মিঠুনের ছেলের জন্মদিনে যিশুর ঘরে অচেনা মহিলা ঢুকলেন গভীর রাতে! জানতে পেরে খরাজ যা করলেন তা অবিশ্বাস্য


শিরোনাম পড়ে চমকে উঠেছেন? নাকি ভাবছেন এই নিশ্চয়ই কোনও ফিল্মি গল্প, যার শেষে রয়েছে টুইস্ট। কিন্তু খরাজ মুখোপাধ্য়ায়ের কথা শুনলে বুঝবেন, এ ঘটনা গল্প নয়, একেবারে সত্যি!

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। হায়দরাবাদের গুরু ছবির শুটিংয়ে ব্যস্ত মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গী ছিলেন খরাজ মুখোপাধ্যায়। ছিলেন যিশু সেনগুপ্তও। শুটিংয়ের মাঝেই একদিন মিঠুনের ছেলের জন্মদিন। মহাগুরু প্ল্যান করে বসলেন, ছেলের জন্মদিনে একটা বড় পার্টি দেবেন। আর সেই পার্টি আয়োজনের পুরো দায়িত্ব দিলেন খরাজ মুখোপাধ্য়ায়কে। কে কে আসবে তা সব ঠিক করবেন খরাজ। এলেন ফিল্ম টিমের সবাই। পার্টি পুরো জমে ক্ষীর। পার্টিতে এসেছিলেন মিঠুনের ছেলের গার্লফ্রেন্ডও। ডিনার শেষে আড্ডার ফাঁকে মিঠুন আঁটলেন এক ফন্দি। টুক করে ছেলের গার্লফ্রেন্ডকে বললেন, ‘যিশু তোমাকে বিয়ে করতে চায়!’ মিঠুনের এই ফন্দি যিশু টের না পেলেও, জানতে পেরেছিলেন খরাজ। তারপর? এতো সবে ট্রেলার! আসল গপ্পো তো আরও বাকি।

গভীর রাত। পার্টি শেষ। যে যাঁর রুমে ঢুকে পড়েছেন। হঠাৎই নিজের রুম থেকে ছুট্টে বেরিয়ে এলেন যিশু। তাঁর ঘরে নাকি এক অচেনা মহিলা! যিশুর হাজার অনুরোধ সত্ত্বেও ঘর থেকে নাকি তিনি বের হতেই চাইছেন না! উপায় না পেয়ে নিজেই গেলেন রুমের বাইরে। খরাজকে সামনে পেয়ে সবটা বললেন যিশু। খরাজ অবাক হলেন, তাঁর কাছে পুরো ঘটনাটিই পরিষ্কার। মিঠুনের কথাতেই যে মহিলা, যিশুর ঘরে ঘাঁটি গেঁড়েছেন, তা খরাজ ভালই বুঝতে পেরেছেন। কিন্তু যিশুকে এমন অবস্থা থেকে বাঁচাতে সেরাতে খরাজই হয়েছিলেন ত্রাতা। পর্দার দাপুটে অভিনেতা, রিয়্যাল লাইফেও করে ফেললেন এক দুরন্ত অভিনয়। মাতালের কায়দায় টলতে টলতে ঢুকলেন যিশুর রুমে। সোজা গিয়ে বসলেন খাটে। পা দোলাতে দোলাতে মহিলাকে বললেন, যিশু কোথায়? মহিলার জবাব, সে আসছে… ব্যস, তারপরই মহিলাকে রুম থেকে তাড়াতে খরাজের মাস্টারস্ট্রোক। বমি করার অভিনয় করতেই মহিলা দে ছুট! সেদিন যিশুকে এমন ভাবেই বাঁচিয়ে ছিলেন খরাজ। তবে মিঠুনের এমন মজার কাণ্ডে হেসেও ছিলেন পরে। খরাজের কাছে মিঠুনদা সুপারস্টার হলেও, মাটির মানুষ ও বড্ড মজার মানুষ। তার প্রমাণ এই ঘটনাই।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours