মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা শহরে, সোজা পুলিশ কিয়স্কে ঢুকে গেল ডাম্পার
সোমের অন্ধকার চিরে মাথা তুলল শেয়ার বাজার, বিনিয়োগকারীদের জোগাল ‘ঘুরে দাঁড়ানোর’ আশা
প্রতিদিন কেমো নিয়ে শরীর ঝিমঝিম করে, ‘স্বেচ্ছাশ্রম’ নয়, মমতার কাছে ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন করতে চান চাকরিহারা শিক্ষক
ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্বর্ণপদক পেয়েছিলেন, চাকরিহারা শিক্ষিকার আশঙ্কা, ‘রাজনীতির গভীর জালে ফেঁসে যাচ্ছি না তো!’
হার্ডডিস্কের মধ্যেই লুকিয়ে আসল ‘প্রাণ ভ্রমরা’? বারবার বলছেন অভিজিৎ
আজ কলকাতায় ২২ ক্য়ারেটের সোনার দাম রয়েছে ৮৫ হাজার ৯০ টাকা। ২৪ ক্যারেটের সোনার দাম ৯২ হাজার ৮৩০ টাকায় পৌঁছেছে।
বড় অঘটন! পয়লা বৈশাখের আগেই ১ লাখে পৌঁছে যাবে সোনার দাম?
ফাইল চিত্র।
এ যেন রেসের ঘোড়া। দৌড়েই চলেছে অনবরত। কিছুতেই থামছে না তার গতি। সোনার দাম আপাতত ঘোড়ার স্পিডেই বাড়ছে। হু হু করে বেড়েই চলেছে। ইতিমধ্যেই ৯০ হাজারের গণ্ডি পার করে গিয়েছে সোনা। দাম বাড়তে পারে আরও। এমনটাই অশুভ ইঙ্গিত দিচ্ছে বিশ্ব বাজার। আর এই সব কিছুই হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য।
বুধবার, ২ এপ্রিল রেসিপ্রোকাল ট্যারিফের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের উপরে বিভিন্ন হারে শুল্ক বসিয়েছেন। আর ট্রাম্পের এই ঘোষণার পরই স্টক পড়তে শুরু করেছে। সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এর প্রভাব ভারতেও পড়বে স্বাভাবিকভাবেই। ফলে রেকর্ড হারে বাড়তে পারে সোনার দাম।
যেহেতু এশিয়ার দেশগুলির উপরেই সর্বাধিক ট্য়ারিফ বসিয়েছেন ট্রাম্প, তাই আজ ভারতের শেয়ার মার্কেট খুলতেই তাতেও ভয়ঙ্কর ধস নামবে বলেই আশঙ্কা। প্রভাব পড়বে সমগ্র এশিয়ার বাজারেই। গতকালই ট্যারিফ ঘোষণা করার পর ন্যাসডাক ফিউচার ৪ শতাংশ পতন হয়েছে। অ্যাপেলের শেয়ার ৭ শতাংশ পতন হয়েছে। এস অ্যান্ড পি ৫০০ ফিউচার-র শেয়ারেও ৩.৩ শতাংশ এবং নিক্কেই ফিউচারের ৪ শতাংশ পতন হয়েছে।
অন্যদিকে, আমেরিকাতে বাড়ছে সোনার দাম। ট্রাম্পের ঘোষণার পরই এক লাফে অনেকটা দাম বাড়ায়, উদ্বেগে বিশ্বের বাকি দেশগুলিও। এমনিই সোনার চড়া দাম, তার উপরে বিশ্বের সবথেকে বড় অর্থনীতিতেই যদি সোনার দাম বাড়ে, তবে অন্যান্য দেশগুলিতেও সোনার দাম বাড়বে হু হু করে। এক্ষেত্রেই আশঙ্কা, ভারতে সোনার দাম ৯০ হাজার থেকে লাফিয়ে ১ লাখে পৌঁছাতে পারে।
আজ কলকাতায় ২২ ক্য়ারেটের সোনার দাম রয়েছে ৮৫ হাজার ৯০ টাকা। ২৪ ক্যারেটের সোনার দাম ৯২ হাজার ৮৩০ টাকায় পৌঁছেছে
Post A Comment:
0 comments so far,add yours