মগরাহাট স্টেশনে আগুন, আগুনে ভস্মীভূত আট থেকে দশটি দোকান

দক্ষিণ ২৪ পরগনা জেলার শিয়ালদহ দক্ষিণ শাখার মগরাহাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আচমকাই একটি মোবাইলের আগুন লাগে। দোকানগুলো ত্রিপলের ছাউনি দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের আরো বেশ কয়েকটি দোকানে।



খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ডায়মন্ড জিআরপি পুলিশ এবং মগরাহাট থানার পুলিশ। আতশবাজি থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। স্থানীয় ব্যবসায়ীরা বালতিতে করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও, আগুনের লেলিহান শিখায় কিছু সময়ের মধ্যেই পুড়ে যায় প্রায় ৮ থেকে ১০ টি দোকান। ‌ এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময় বন্ধ থাকে ডায়মন্ডহারবার লাইনের ট্রেন চলাচল।

এই ঘটনায় আট থেকে দশটি দোকান ভষ্মিভূত হয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দারাও জানাচ্ছেন বাজি ফাটাতে গিয়ে আগুন লাগে দোকানে। 



পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এবং এরপরেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হয় ডায়মন্ড হারবার লাইনে।


স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours