মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা শহরে, সোজা পুলিশ কিয়স্কে ঢুকে গেল ডাম্পার
সোমের অন্ধকার চিরে মাথা তুলল শেয়ার বাজার, বিনিয়োগকারীদের জোগাল ‘ঘুরে দাঁড়ানোর’ আশা
প্রতিদিন কেমো নিয়ে শরীর ঝিমঝিম করে, ‘স্বেচ্ছাশ্রম’ নয়, মমতার কাছে ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন করতে চান চাকরিহারা শিক্ষক
ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্বর্ণপদক পেয়েছিলেন, চাকরিহারা শিক্ষিকার আশঙ্কা, ‘রাজনীতির গভীর জালে ফেঁসে যাচ্ছি না তো!’
হার্ডডিস্কের মধ্যেই লুকিয়ে আসল ‘প্রাণ ভ্রমরা’? বারবার বলছেন অভিজিৎ
ঢোলাহাটে একটি বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণ মৃত ৮
দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাটের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ঘেরিতে বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণ, মৃত ৮। সোমবার রাত সাড়ে আটটা থেকে ৯ টার মধ্যে ঘটে এই ঘটনা। বাজির পাশাপাশি বিস্ফোরণ হয় দুটি গ্যাস সিলিন্ডারও। পাথোরপ্রতিমা ও ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকাতে বসবাস বণিক পরিবার। তাদের পরিবারে মোট ১১ জন সদস্য। চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক দুই ভাই। সোমবার এই দুর্ঘটনায় তাঁদের দুটো শিশু সহ আটজন মারা গিয়েছেন। তিনজন সদস্য বাড়ির বাইরে থাকায় তাঁদের কিছু হয়নি।
সোমবার রাতেই বিস্ফোরণ হয়। আচমকা বিকট শব্দ শোনা যায়। স্থানীয়রা দেখতে পান আগুনের গ্রাসে বণিক বাড়ি। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। আগুন নেভানোর চেষ্টার মধ্যেও প্রায় কয়েকবার বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে যায় পুলিশের বিশাল বাহিনী। শুরু হয় আগুন নেভানোর কাজ। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। বাড়িতেই বাজি মজুত ছিল বলে জানাযায় আর সেখান থেকেই এই অগ্নিকাণ্ড। বাড়িতে ছিলো গ্যাস সিলিন্ডার, সেটিও বিস্ফোরণ হয়। মৃত দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও বণিক পরিবারের কাছে বাজি তৈরির লাইসেন্স ছিল বলে প্রশাসন সুত্রে খবর তবুও এই ঘটনার পরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জনবহুল গ্রামে বাড়ির মধ্যে এত বাজি মজুত করে রেখে ছিলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে।
মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Post A Comment:
0 comments so far,add yours