মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা শহরে, সোজা পুলিশ কিয়স্কে ঢুকে গেল ডাম্পার
সোমের অন্ধকার চিরে মাথা তুলল শেয়ার বাজার, বিনিয়োগকারীদের জোগাল ‘ঘুরে দাঁড়ানোর’ আশা
প্রতিদিন কেমো নিয়ে শরীর ঝিমঝিম করে, ‘স্বেচ্ছাশ্রম’ নয়, মমতার কাছে ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন করতে চান চাকরিহারা শিক্ষক
ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্বর্ণপদক পেয়েছিলেন, চাকরিহারা শিক্ষিকার আশঙ্কা, ‘রাজনীতির গভীর জালে ফেঁসে যাচ্ছি না তো!’
হার্ডডিস্কের মধ্যেই লুকিয়ে আসল ‘প্রাণ ভ্রমরা’? বারবার বলছেন অভিজিৎ
ওয়াকফ সংশোধনী বিলটি পাশ হলেও এখনও আইন হয়নি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে। তার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিহারের এক কংগ্রেস সাংসদ।
সংসদে পাশ হতেই ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস সাংসদ
সুপ্রিম কোর্ট
সংসদের দুই কক্ষে পাশের কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াকফ সংশোধনী বিলের জল গড়াল সুপ্রিম কোর্টে। বিলটিকে চ্যালেঞ্জ করে শুক্রবার শীর্ষ আদালতে আবেদন জানালেন এক কংগ্রেস সাংসদ। এই বিলের ফলে মুসলিম সম্প্রদায় বৈষম্যের শিকার হয়েছে বলে তাঁর অভিযোগ।
২ দিনে ২৫ ঘণ্টার বেশি বিতর্কের পর সংসদের দুই কক্ষে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। বুধবার রাতে তা পাশ হয় লোকসভায়। আর পরদিন রাতে ওয়াকফ বিল রাজ্যসভায় পাশ হয়। বিলটি পাশের কয়েকঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস সাংসদ মহম্মদ জাওয়েদ। তিনি বিহারের কিষাণগঞ্জের সাংসদ।
তাঁর অভিযোগ, নতুন বিলটি সাংবিধানিক অধিকার ভঙ্গ করছে। সংবিধানের অনুচ্ছেদ ১৪ (সমানাধিকার), অনুচ্ছেদ ২৫ (ধর্মাচরণের স্বাধীনতা), অনুচ্ছেদ ২৬ ( ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা), অনুচ্ছেদ ২৯ (সংখ্যালঘু অধিকার) এবং অনুচ্ছেদ ৩০০এ (সম্পত্তির অধিকার) লঙ্ঘন করছে এই বিল।
Post A Comment:
0 comments so far,add yours