চাকরিহারাদের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন মমতার, সবটা জানালেন কুণাল
চাকরিহারাদের জন্য আপনিই সুুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে লড়ুন’, সওয়াল তুললেন শুভেন্দু
পেট্রোল-ডিজেলের উপর বাড়ল করের বোঝা! এবার কি তবে দাম বাড়বে তেলের?
কলার চেপে ধরে TV9 বাংলার প্রতিনিধিকে হিঁচড়ে নিয়ে গেল পুলিশ! কারণ অবাক করার মতন
২৬,০০০ চাকরি বাতিলের রায়ের ‘পরিবর্তন’ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন মধ্যশিক্ষা পর্ষদের
তবে পুরো প্যানেল বাতিলের খবর শুনতেই আর থাকতে পারলেন না। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে হাউহাউ করে কেঁদে ফেললেন। শুধু বললেন, 'প্লিজ...প্লিজ...প্লিজ...। আমি এখন কিছু বলব না...একটা ছেলে আছে।'
কাণ্ডেও দোষীর সাজা মকুব, আমাদের যেন মৃত্যুদণ্ড দিল'
কান্নায় ভেঙে পড়েছেন চাকরিহারারা
একটি গাছের তলায় বসে ছিলেন। অপেক্ষে করছিলেন বৃহস্পতিবার কী রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত। তবে পুরো প্যানেল বাতিলের খবর শুনতেই আর থাকতে পারলেন না। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে হাউহাউ করে কেঁদে ফেললেন। শুধু বললেন, ‘প্লিজ…প্লিজ…প্লিজ…। আমি এখন কিছু বলব না…একটা ছেলে আছে।’ আর এক চাকরি হারা বললেন, ‘যেখানে আরজি কর কাণ্ডে দোষীর সাজা মকুব হয়ে যায়। সেখানে আমাদের যেন মৃত্যুদণ্ড দেওয়া হল।” কেউ আবার বললেন, “আমাদের আর পরীক্ষা দেওয়ার বয়স আছে? এতেই তো বউ-বাচ্চা-মা-এর সংসার চলে…।”
বৃহস্পতিবার ২০১৬ সালের শিক্ষক নিয়োগ মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট। গোটা প্যানেল বাতিল হয়। কিন্তু যোগ্য-অযোগ্য সঠিকভাবে চিহ্নিত করা যায়নি। কিছু অযোগ্যকে চিহ্নিত করা গিয়েছে। তাঁরা আর পরীক্ষায় বসতে পারবেন না। ১২ শতাংশ সুদের হারে বেতন ফেরত দিতে হবে। বাকি ২০ হাজার যোগ্য প্রার্থীরা পরীক্ষা বসতে পারবেন।
এই রায় শুনেই কেঁদে ফেলেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাঁদের একাংশ দাবি করতে থাকেন দুর্নীতি করেননি। এক ব্যক্তি বলেন, “আমি আজ পর্যন্ত কোনও দিন দুর্নীতির সঙ্গে ছিলাম না। আমি অনেক খেটেছি। সারা জীবনের পরিশ্রম। আমার একটা ছেলে আছে।” আরও এক চাকরিহারা বলেন, “আমাদের তো সংবিধানে আছে। একজন নিরাপরাধ যেন সাজা না পায়। তাহলে…।”
Post A Comment:
0 comments so far,add yours