ইতিমধ্যেই রামনবমীর দিন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। ছুটি বাতিল থাকছে ৯ এপ্রিল পর্যন্ত। রাম নবমীর আগে থেকেই রাজ্যের নানা স্পর্শকাতর জায়গা ঘুরে দেখছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা।


 সম্প্রীতির বার্তা নিয়ে পথে কুণাল, 'স্পেশ্যালি ভাঙড় ডিভিশনের' কথা সিপি মনোজ ভর্মার মুখে
কাশীপুরে সিপি মনোজ ভর্মা

কলকাতা: দেড় কোটি হিন্দুকে পথে নামার ডাক দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল সকাল রাম নবমীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। গোটা রাজ্যজুড়ে রাস্তায় নামছে প্রায় আড়াই হাজার মিছিল। কলকাতাতেই বের হতে চলেছে ৮০টি শোভাযাত্রা। 



হাওড়ায় অস্ত্র হাতে মিছিল!
হাইকোর্টের নির্দেশ অমান্য করে হাওড়ায় অস্ত্র মিছিল।
বিশ্ব হিন্দু পরিষদ অর্থাৎ VHP-র তরফ থেকে রামনবমীর মিছিল বার করা হয়।
মিছিল শান্তিপূর্ণ করতে পুলিশের কড়া নজরদারি। ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি।
তবে মিছিলে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়, হাইকোর্টে নির্দেশ থাকা সত্ত্বেও কেন তাঁরা অস্ত্র নিয়ে বেরিয়েছেন? তাঁদের বক্তব্য, প্রত্যেক অস্ত্রের লাইসেন্স রয়েছে।
তলোয়ার নিয়ে হাওড়ায় চলছে বিরাট মিছিল।




গোপালি পাগড়ি মাথায় পথে কুণাল
 গোলাপি শার্ট-প্যান্ট। গলায় চেলি! মাথায় গোলাপি পাগড়ি। রবিবার এই ‘লুকেই’ রাম-নবমীর শোভাযাত্রায় হাঁটালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দিলেন সম্প্রীতির বার্তা।
কুণাল উবাচ: এটা সম্প্রীতির শোভাযাত্রা। মুসলমানদের পবিত্র ইদে আমরাও সামিল হয়েছি। রাম-নবমীর শোভাযাত্রায় মুসলমানরাও সামিল হয়েছেন।
কুণাল উবাচ: ধর্মীয় শোভাযাত্রা সব ধর্মের আলাদা হতেই পারে। কিন্তু উৎসব সবার। এটাই বেঙ্গল মডেল। এটাই বাংলার সংস্কৃতি।
কুণাল উবাচ: রামনবমীর শুভেচ্ছা সকলকে। হিন্দু-মুসলিম ভাই-ভাই। এটাই তো বাংলা।

কুণাল ঘোষ, তৃণমূল নেতা




পরিস্থিতি পরিদর্শনে কাশীপুরে সিপি
 রামনবমীর সকালে কাশীপুরে রাস্তায় নেমে পরিস্থিতি পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা। কলকাতা পুলিশের তরফ থেকে রামনবমীর শুভেচ্ছা জানালেন তিনি।


 সব জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। অনেক জায়গাতেই মিছিল বেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত খবর পেয়েছি, ৬-৭ টা মিছিল শেষ হয়েছে। কোথাও কোনও অশান্তির খবর পাইনি।
কমিশনার: দুপুর তিনটে থেকে অনেক জায়গাতেই মিছিল বেরোবে। সব জায়গাই সিনিয়র অফিসারকে ঘুরে দেখেছেন। ভালভাবেই সিলেব্রেশন হচ্ছে। এটাই চাই।
কমিশনার: কোথাও কোথাও ভাল ছবি দেখলাম। স্পেশ্যালি ভাঙড় ডিভিশনে, সেখানে অন্য সম্প্রদায়ের লোক এসে জল খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। এগুলোই দরকার।
কমিশনার: কোথাও অস্ত্র দেখলে, আইন অনুযায়ী পদক্ষেপ করতে ফোর্সকে বলা আছে। তবে মনে হয় না, হাইকোর্টের নির্দেশ অমান্য কোথাও হবে।




পুজোয় বসলেন শুভেন্দু
রামনবমীর পুন্যতিথিতে নন্দীগ্রামের সোনাূড়াতে রাম মন্দিরের ভূমি পুজোতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই একেবারে হুঙ্কারের সুরে বললেন, “শ্রী রাম আমাদের আধ্যাতিক চেতনা জাগ্রত করেছেন। বাংলায় হিন্দু মানুষদের উপর আক্রমণ হচ্ছে। আমি ভুলে যাইনি কিছু। বাংলায় সরকার পরিবর্তন হলে অত্যাচারীদের সোজা করে উল্টো ঝোলাব।” একইসঙ্গে যে সোনাচূড়ায় যে রাম মন্দির হচ্ছে তা নিয়ে বলতে গিয়ে বলেন, “এই মন্দিরে সরকারি অর্থ থাকবে না। হিন্দুদের থেকে সাহায্য নিয়ে অযোধ্যার আদলে হবে এই মন্দির।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours