ট্রাম্প কার্ডে’ বাংলাদেশ ভাতে মরলেও পাতে মরবে কি ভারত?
ক্রিমিনাল কেস করলেই ওরা সব বলে দেবে: জহর সরকার
ওয়াকফের আঁচ! পার্ক সার্কাসে পথে নামল হাজার-হাজার মুসলিম
কারও নাম ‘স্কোয়ারফুট’, কারও নাম ‘তোলা’! তৃণমূল আমলে নেতাদের রমরমা দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে জহর সরকারের
২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পরেরদিনই আচমকা বৈঠকে ৩ ‘হেভিওয়েট’
পাথরপ্রতিমা কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন দল হলো কাকদ্বীপ লক্ষীনারায়নপুর সবুজ সংঘ এবং রানার্স আপ দল হলো পাথরপ্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের পাথরপ্রতিমার কলেজ মাঠে পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে শুরু হয়েছিল ৮ দলীয় ইলেভেন সাইড ডে-নাইট নকআউড ফুটবল টুর্নামেন্ট,যার প্রথম পুরস্কার ছিল সুদৃশ্য রুপোর ট্রফি সহ নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার ছিল সুদৃশ্য রুপোর ট্রফি সহ নগদ ১ লক্ষ টাকা,
পাথরপ্রতিমা কাপ -২০২৫ এর ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছিল একটি দল হলো দক্ষিণ লক্ষীনারায়নপুর সবুজ সংঘ এবং অপর আরেকটি দল হলো পাথরপ্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন,ফাইনাল খেলায় দুটি দল এটি করে গোল করে,তাই ট্রাই বেকারের মাধ্যমে পাথরপ্রতিমা কাপ-২০২৫ এর সমাপ্তি ঘটে,দক্ষিণ লক্ষীনারায়নপুর সবুজ সংঘ ট্রাইব্রেকারে মাধ্যমে পাথরপ্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশনকে হারিয়ে পাথরপ্রতিমা কাপ-২০২৫-চ্যাম্পিয়ন হয়,ফাইনাল খেলার রাতে
পাথরপ্রতিমা কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন দল দক্ষিণ লক্ষীনারায়নপুর সবুজ সংঘের হাতে রুপোর চ্যাম্পিয়ন ট্রফি সহ নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয় এবং রানার্স আপ দল পাথরপ্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশনের হাতে রানার্স আপ রুপোর ট্রফি সহ নগদ ১ লক্ষ টাকা তুলে দেওয়া হয় সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours