আদালতে দেওয়া সিবিআই এর নথি থেকে জানা যাচ্ছে, প্রাথমিক ও এসএসসির তালিকা সুজয়কৃষ্ণকে পাঠিয়েছিলেন শেখ সুফিয়ান। টাকা দিয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্রের এজেন্ট অরুণ হাজরাকে।


 TV-র বাক্সে কাকুর কাছে যেত টাকা, ৪ কোটি দিয়েও প্রতারিত মমতারই নির্বাচনী এজেন্ট সুফিয়ান, দাবি CBI-এর
শেখ সুফিয়ান ও সুজয়কৃষ্ণ ভদ্র


 একুশের নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে মনে আছে? ‘জাহাজ বাড়ি’ বানিয়ে যিনি বিতর্কে পড়েছিলেন? সেই দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ানও নিয়োগ দুর্নীতিতে প্রতারিত হয়েছেন? জানা যাচ্ছে, চাকরির জন্য চার কোটি টাকা দিয়েছিলেন শেখ সুফিয়ান। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কাকু’-কে সেই টাকা দিয়েছিলেন তিনি। সিবিআই-কে দেওয়া বয়ানে এমনই দাবি এক সাক্ষীর।


আদালতে দেওয়া সিবিআই-এর নথি থেকে জানা যাচ্ছে, প্রাথমিক ও এসএসসির তালিকা সুজয়কৃষ্ণকে পাঠিয়েছিলেন শেখ সুফিয়ান। টাকা দিয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্রের এজেন্ট অরুণ হাজরাকে। এখানেই শেষ নয়, সাক্ষীদের বয়ানে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। কাকুর বাড়িতে টাকা যেত টিভির বাক্সে। টাকার লেনদেনের সময় বন্ধ রাখা হত সুজয়কৃষ্ণের নিউ আলিপুরের বাড়ির সিসিটিভি (CCTV) ক্যামেরা।

আইনজীবী সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “এই শেখ সুফিয়ানই বলতে পারবেন উনি নেতার কথায় না নেত্রীর কথায় টাকা দিয়েছিলেন। উনি তো বিশ্বস্ত সেনার একজন। আমি তো এটাও জানি অনেক তৃণমূল কর্মী নিজেকে তৃণমূলের সৈনিক পরিচয় দেওয়ায় তাদের শুনতে হয়েছে, অন্যদের থেকে দশ নিচ্ছিল তুমি ছয় দাও।” অপরদিকে, বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি বলেন, “আজ যদি সুফিয়ান এই কথা বলে তাহলে কাকে দিয়েছেন আর কার নির্দেশে এই টাকা দিয়েছেন তা বলে দিলে সুবিধা হয়।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours