কেলেঙ্কারি কাণ্ড! গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা, কোথায় মুখ লুকোবেন ট্রাম্প?
রাতারাতি ‘ভিলেন’! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
‘গদি ছাড়ুন না হলে সেনা নিজের হাতে ক্ষমতা তুলে নেবে’, সেনাপ্রধানকে চিঠি পাঠিয়ে ‘আল্টিমেটাম’ অন্যান্য কর্তাদের
ইউনূসকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, মনে করালেন ভুলতে বসা ‘মুক্তিযুদ্ধে’র কথা
সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর শোনাল সুপ্রিম কোর্ট
ট্রাম্প দাবি করেছেন, এই ট্যারিফের সিদ্ধান্তে আমেরিকার লাভ হবে ১০ হাজার কোটি ডলারেরও বেশি। মার্কিন প্রেসিডেন্ট এই সিদ্ধান্তে বিপুল লাভের আশা করলেও, ইতিমধ্যেই শেয়ার মার্কেট টলমলে হয়ে গিয়েছে।
রাতারাতি 'ভিলেন'! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
ট্রাম্পের সিদ্ধান্তে ডুবল টাটার শেয়ার।
ওয়াশিংটন: বড় সিদ্ধান্ত ট্রাম্পের। আর তাতেই হু হু করে ডুবছে ভারতীয় গাড়ি কোম্পানির শেয়ার। ধস নেমেছে টাটা মোটরস সহ একাধিক কোম্পানির শেয়ারে। ডুবছে বাকি কোম্পানিও। কী এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প যার কারণে ভারতীয় গাড়ি উৎপাদনকারী সংস্থাগুলির শেয়ারে এমন বিপর্যয় নামল?
আমদানি করা সমস্ত গাড়ির উপরে ২৫ শতাংশ শুল্ক বসতে চলেছে আমেরিকায়। ঘোষণা ট্রাম্পের। এই সিদ্ধান্তে কোনও বদল আসবে না, তাও সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়েছেন, আগামী ২ এপ্রিল থেকেই এই শুল্ক কার্যকর হতে চলেছে। ৩ এপ্রিল থেকে গাড়ির উপরে শুল্ক চাপানো হবে।
বুধবারই ওভাল অফিসে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমেরিকার বাইরে তৈরি হওয়া সমস্ত গাড়ির উপরে ২৫ শতাংশ করে আমদানি শুল্ক বসানো হবে। এটাই স্থায়ী হবে। এই সিদ্ধান্তে এমন বৃদ্ধি হবে, যা কখনও দেখেননি।”
ট্রাম্প দাবি করেছেন, এই ট্যারিফের সিদ্ধান্তে আমেরিকার লাভ হবে ১০ হাজার কোটি ডলারেরও বেশি। অন্য দেশ থেকে আমদানি করা গাড়ির উপরে যেখানে ২৫ শতাংশ করে শুল্ক বসানো হবে, সেখানেই আমেরিকায় যদি সেই গাড়ি তৈরি করে বিদেশি কোম্পানিগুলি, সেক্ষেত্রে কোনও শুল্ক দিতে হবে না।
মার্কিন প্রেসিডেন্ট এই সিদ্ধান্তে বিপুল লাভের আশা করলেও, ইতিমধ্যেই শেয়ার মার্কেট টলমলে হয়ে গিয়েছে। বিনিয়োগকারী থেকে গ্রাহক, সকলেই চিন্তায় রয়েছেন যে ভবিষ্যতে কী হতে চলেছে। বিদেশি গাড়ির উপরে হঠাৎ ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ায়, দাম বাড়বে এক লাফে অনেকটাই। সেক্ষেত্রে মার্কিন বাসিন্দাদেরই সাধ্যের বাইরে চলে যাবে গাড়ি কেনার ক্ষমতা।
অন্যদিকে, বিশ্লেষক-সমালোচকরা আরেকটি দিকও তুলে ধরেছেন। বিদেশি গাড়ির উপরে শুল্ক বসায়, আমেরিকায় টেসলার বিক্রি বাড়তে পারে, যা মার্কিন প্রেসিডেন্টের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু তথা বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের সংস্থা। যদিও ট্রাম্প আগেই সাফাই দিয়েছেন যে শুল্ক বসানোর এই সিদ্ধান্তের পিছনে টেসলা সিইও-র কোনও হাত নেই। গাড়ির উপরে শুল্ক বসানো নিয়ে তিনি কোনও পরামর্শ দেননি। কোনও ছাড়ও চাননি।
প্রসঙ্গত, আজ টাটা মোটরসের শেয়ারে ৪.৭৭ শতাংশ পতন হয়েছে। হুন্ডাইয়ের শেয়ারেও পতন হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours