জানা গিয়েছে, আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ স্টেশনের বাইরে চত্বর থেকেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে এসটিএফ। ধৃতের নাম হাসান শেখ। তিনি মালদহের বাসিন্দা।


ব্যাগে প্রচুর জামাকাপড়, আর তার ভিতরেই ছিল আসল জিনিসটা..., হাটে-বাজারে এক্সপ্রেস ঢুকতেই খপাৎ করে ধরল STF
ধৃত ব্যক্তি।

কথায় কথায় চলছে গুলি, হচ্ছে খুন। শহর কলকাতায় মাথাব্যথা হয়ে উঠেছে অস্ত্র। বেআইনি অস্ত্রের কারবারের খোঁজে ঘুম উড়েছে তদন্তকারীদের। এবার শহরের বুকে, শিয়ালদহ স্টেশনের বাইরে দেখেই অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ। ধৃত ব্যক্তির কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।


জানা গিয়েছে, আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ স্টেশনের বাইরে চত্বর থেকেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে এসটিএফ। ধৃতের নাম হাসান শেখ। তিনি মালদহের বাসিন্দা।

হাটে বাজারে এক্সপ্রেসের যাত্রী ছিলেন ওই ব্যক্তি। স্টেশনে নামতেই তাঁর তল্লাশি চালানো হয়। ব্যাগ খুলতেই মেলে আগ্নেয়াস্ত্র ও গুলি। এরপরই তাঁকে আটক করা হয়।


শিয়ালদহ স্টেশনের কাছেই এসসিএফ-এর আধিকারিকেরা সিজার লিস্ট তৈরি করছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, ওই ব্যক্তি বিহার থেকে অস্ত্র নিয়ে আসছিল। বিহারের মানসিং থেকে কলকাতায় অস্ত্র আসে। মালদহের কালিয়াচক থেকে ট্রেনেই কলকাতায় অস্ত্র নিয়ে এসেছিলেন।


উদ্ধার হওয়া অস্ত্র।

জানা গিয়েছে, অস্ত্রগুলি বিহারের খাগাড়িয়ায় তৈরি। সেখান থেকে সড়কপথে মানসিং-এ নিয়ে আসা হয়। সেখান থেকে কালিয়াচক হয়ে কলকাতায় আনা হয় অস্ত্র। কাদের কাছে এই বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছিল অভিযুক্ত, তা এখনও জানা যায়নি।

এদিকে, গোয়েন্দাদের কাছে আগেই সূত্র মারফত খবর এসেছিল যে শিয়ালদহ স্টেশন চত্বরেই বেআইনি অস্ত্র নিয়ে আসছে। সেই সূত্রের উপরে ভিত্তি করেই এসটিএফ ওৎ পেতে বসেছিল। ধৃত ওই ব্যক্তি আসতেই প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়। আজ, সোমবারই আদালতে পেশ করা হবে অভিযুক্তকে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours