আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
আজ বিকেলে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে পৌঁছন মন্ত্রী। গাড়ি থেকে কার্যত খুঁড়িয়ে নামতে দেখা যায় তাঁকে। শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন তিনি। থাই মাসলে চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে।
ভাঙাচোরা গাড়ি নিয়ে SSKM ব্রাত্য, থাইয়ে চোট নিয়ে খুঁড়িয়ে ঢুকলেন ভিতরে,বেরিয়ে মন্ত্রী বললেন, 'একটু ভাল আছি তবে...'
ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাম ও অতিবাম পড়ুয়াদের বিক্ষোভের মুখে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ। খুলে দেওয়া হয়েছে মন্ত্রীর গাড়ির চাকার হাওয়াও। কোনওমতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বেরিয়ে খুঁড়িয়ে এসএসকেএম (SSKM) পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী।
কেমন আছেন ব্রাত্য বসু?
আজ বিকেলে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে পৌঁছন মন্ত্রী। গাড়ি থেকে কার্যত খুঁড়িয়ে নামতে দেখা যায় তাঁকে। শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন তিনি। থাই মাসলে চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে। চোট লেগেছে ডান দিকে ঘাড়ের উপরের অংশেও। জানা যাচ্ছে,মন্ত্রীর গাড়ি ভাঙচুরের সময় বুকে কাঁচ ছিটকে লেগেছে। রক্তচাপ বেড়েছে। হাতেও আঘাত লেগেছে।
এ দিন হাসপাতাল থেকে বেরিয়ে মন্ত্রী বলেন, “একটু ভাল আছি। প্রাথমিক চিকিৎসা করালাম। এক্স রে করা হল। বাঁ হাতে লেগেছিল। যেহেতু আমি ফ্রন্ট রো-তে বসেছিলাম সেই কারণে কাচগুলো লেগেছে। ইট এবং ঘুষি মেরে আমার গাড়ির কাচ ফাটানো হয়েছে। সেই কারণে শারীরিক পরীক্ষা করা হয়েছে। যেহেতু আমায় যখন ওরা পিছনে টেনেছিল চোট লেগেছিল। সেই কারণে এক্স-রে করা হয়েছে।”
উল্লেখ্য, ছাত্র সংসদের নির্বাচনের দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ ওঠে, বাম-অতিবাম ছাত্র সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের মধ্যেই ঘিরে ধরে ব্রাত্যকে। বিক্ষোভ দেখাতে থাকেন। খুলে দেওয়া হয় শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া। দীর্ঘক্ষণ পড়ুয়াদের বিক্ষোভে আটকে থাকেন তিনি। সেই ধস্তাধস্তির মধ্যেই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মন্ত্রী।
Post A Comment:
0 comments so far,add yours