আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
প্রসঙ্গত, এর আগে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে(JNU) আজাদ কাশ্মীরের স্লোগান দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল জাতীয় রাজনীতি। এবার যাদবপুরকাণ্ডের আবহে ফের মাথাচাড়া দিয়েছে সেই আজাদ কাশ্মীর বিতর্ক।
যাদবপুরে ‘আজাদ কাশ্মীর’ বিতর্ক! তদন্তে কলকাতা পুলিশ, হন্যে হয়ে খুঁজছে PDSF-র মাথাদের
বিতর্কের মধ্যেই মামলা রুজু পুলিশের
যাদবপুরের দেওয়ালে আজাদ কাশ্মীর! আর তা নিয়েই নতুন বিতর্ক দানা বেঁধেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরেই। বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের কাছে একটি দেওয়াল লিখনে যেমন আজাদ কাশ্মীরের দাবি তোলা হয়েছে, তেমনই একইসঙ্গে মুক্ত প্যালেস্তাইনের দাবিও তোলা হয়েছে। গ্রাফিতির নিচে লেখা অতিবাম সংগঠন PDSF-র নাম। আর তাতেই শুরু হয়েছে জোর শোরগোল। এ ঘটনায় এবার মামলা রুজু করে ফেলল পুলিশ। পিডিএসএফের সদস্য কারা, কারাই বা নেতা, তার খোঁজও শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে তালিকা তৈরির কাজ। এমনটাই খবর সূত্রের।
প্রসঙ্গত, এর আগে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে(JNU) আজাদ কাশ্মীরের স্লোগান দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল জাতীয় রাজনীতি। এবার যাদবপুরকাণ্ডের আবহে ফের মাথাচাড়া দিয়েছে সেই আজাদ কাশ্মীর বিতর্ক। সূত্রের খবর, পিডিএসএফের সদস্যদের তালিকা তৈরির কাজ শেষ হলে সংগঠনের সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।
সূত্রের খবর, ইতিমধ্যেই ওই বিতর্কিত গ্রাফিতির ছবিও তুলে নিয়ে গিয়েছেন যাদবপুর থানার আধিকারিকেরা। অন্যদিকে এদিনই আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবন্ধু সেলের অফিসে অগ্নিসংযোগের ঘটনায় ফের তলব করা হয় কিছু পড়ুয়াকে। সূত্রের খবর, বেশ কিছু পড়ুয়া আগের তলবে সাড়া না দেওয়ায় এদিন ফের তাঁদের ডেকে পাঠায় পুলিশ। এদিকে যাদবপুরকাণ্ডের পর থেকেই চাঁচাছোলা আক্রমণ চালিয়ে চলেছেন শুভেন্দু-দিলীপের মতো নেতারা। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘অ্যান্টি ন্যাশনাল হাব’ বলে তীব্র আক্রমণ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা।
Post A Comment:
0 comments so far,add yours