মথুরাপুর MP কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন দল হলো গঙ্গাসাগরের ভ্রাতৃ সংঘ এবং রানার্স আপ দল হলো মগরাহাট পূর্ব বিধানসভা 

দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ফুটবল ময়দানে ২২শে ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়েছিল ১৬ দলীয় নাইন সাইড নকআউড মথুরাপুর MP কাপ ২০২৫,যার প্রথম পুরস্কার ছিল সুদৃশ্য ট্রফি সহ নগদ 7 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার ছিল সুদৃশ্য ট্রফি সহ নগদ 5 লক্ষ টাকা, মথুরাপুর MP কাপের ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছিল একটি দল হলো গঙ্গাসাগরের ভ্রাতৃ সংঘ এবং অপর আর একটি দল হলো মগরাহাট পূর্ব বিধানসভা



ফাইনাল খেলাতে নির্ধারিত সময়ে অমীমাংসিত ভাবে খেলাটি শেষ হয় এরপর ট্রাইবেকারের মাধ্যমে মথুরাপুর MP কাপ ২০২৫ এর সমাপ্তি ঘটে,24শে ফেব্রুয়ারি সোমবার মথরাপুরের MP কাপের ফাইনাল খেলায় গঙ্গাসাগরের ভ্রাতৃ সংঘ ট্রাইবেকারের মাধ্যমে মগরাহাট পূর্ব বিধানসভাকে হারিয়ে সাগর MP কাপ ২০২৫ শে চ্যাম্পিয়ন হয়,ফাইনাল খেলার দিন রাতে সাগর MP কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন দল গঙ্গাসাগরের ভ্রাতৃ সংঘের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ 7 লক্ষ টাকা তুলে দেওয়া হয় এবং রানার্স আপ দল মগরাহাট পূর্ব বিধানসভার হাতে রানার্স আপ ট্রফি সহ নগদ 5 লক্ষ টাকা তুলে দেওয়া হয়
এদিন ওই পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ বাপি হালদার সহ অন্যান্যরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours