চল্লিশ মানেই যে চালশে নয়, তা প্রমাণ করেছেন ধোনি। সারা বছর ক্রিকেট থেকে দূরে থেকেও আইপিএলের সময় যেভাবে নিজেকে মেলে ধরেন, তা দেখে তরুণ ক্রিকেটাররাও শেখেন।

আনক্যাপড ধোনিকে থামাতে কী পরিকল্পনা? প্রশ্ন শুনে MI ক্যাপ্টেন স্কাই যা বললেন...
আনক্যাপড ধোনিকে থামাতে কী পরিকল্পনা? প্রশ্ন শুনে MI ক্যাপ্টেন স্কাই যা বললেন...


 মাহিকো কন্ট্রোল করনা মুশকিল হি নেহি, না মুমকিন হ্যায়…ঠিক যেন এমনটাই বলতে চাইলেন ভারতীয় ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি। রবিবাসরীয় আইপিএল ম্যাচে চেন্নাইয়ে মুখোমুখি সিএসকে ও মুম্বই। টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে পাবে না। গত মরসুমে স্লো ওভার রেটের শাস্তির ফলে আজকের ম্যাচে নির্বাসিত হার্দিক। তাই মুম্বইয়ের ব্যাটন আজ স্কাইয়ের হাতে। ১৮তম আইপিএলে এক অবাক করা জিনিস হতে চলেছে। এই প্রথম বার মহেন্দ্র সিং ধোনি আনক্যাপড প্লেয়ার হিসেবে আইপিএলে খেলবেন। তাঁর মতো সুপার ডুপার হিট প্লেয়ারকে আনক্যাপড বলে অনেকেই ভাবতে পারছেন না। যেমন পারছেন না সূর্যকুমার যাদব।


চল্লিশ মানেই যে চালশে নয়, তা প্রমাণ করেছেন ধোনি। সারা বছর ক্রিকেট থেকে দূরে থেকেও আইপিএলের সময় যেভাবে নিজেকে মেলে ধরেন, তা দেখে তরুণ ক্রিকেটাররাও শেখেন। আইপিএলের নিয়মের কারণে, ধোনি সত্যিই ১৮তম আইপিএলে খেলতে চলেছেন আনক্যাপড প্লেয়ারের ট্যাগ নিয়ে। কিন্তু নামটা যখন মহেন্দ্র সিং ধোনি, সেখানে কোনও ট্যাগই কাজ করে না। মাহি যে সব কিছুর ঊর্ধ্বে। স্কাই যে কারণে এটাই বুঝিয়েছেন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours