মাঠে নামার আগেই বড় ধাক্কা KKR-এ, তারকাকেই পাচ্ছে না নাইটরা


আইপিএলের ১০টি টিমের একটি করে ম্যাচ এই চলতি মরসুমে হয়ে গিয়েছে। আজ, বুধবার বর্ষাপাড়ায় কেকেআর ও রাজস্থানের ঘুরে দাঁড়ানোর ম্যাচ। জেনে নিন কেমন হল দুই দলের একাদশ।

 মাঠে নামার আগেই বড় ধাক্কা KKR-এ, তারকাকেই পাচ্ছে না নাইটরা
মাঠে নামার আগেই বড় ধাক্কা KKR-এ, তারকাকেই পাচ্ছে না নাইটরা


কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এই আইপিএল (IPL) মরসুম শুরু করেছে হার দিয়ে। এ বার কোন দল ঘুরে দাঁড়ায় সেটাই দেখার পালা। বর্ষাপাড়ায় আজ মুখোমুখি কেকেআর এবং পিঙ্ক আর্মি। দুটো দলই হারের লজ্জা এড়াতে চাইবে। মাঠে নামার আগে কেকেআর শিবিরে বড় ধাক্কা। কারণ, সুনীল নারিনের মতো তারকাকে পাওয়া যাবে না আজকের ম্যাচে। টস ভাগ্য আজ সঙ্গ দিয়েছে রাহানের। কিন্তু তারপর যা খবর শোনালেন তিনি, তা কেকেআরের অনুরাগীদের মন খারাপ করিয়ে দেওয়ার মতো।


বর্ষপাড়ায় টসের পর রাহানে বলেন, “আমরা প্রথমে বোলিং করব। উইকেট ভালো দেখাচ্ছে। এখানে শিশিরের বিরাট প্রভাব পড়বে। এখানে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চাই। ভয়ডরহীন খেলতে চাই। আমরা আগের ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। আজ নারিনকে আমরা পাব না। ওর বদলে মইন একাদশে এসেছে।”

কলকাতা নাইট রাইডার্সের একাদশ: কুইন্টন ডি’কক, অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, মইন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেন্সর জনসন, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী।


ইমপ্যাক্ট বিকল্প-অংক্রিশ রঘুবংশী, অনরিখ নর্টজে, মনীশ পান্ডে, অনুকূল রয়, লাভনীথ সিসোদিয়া।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্য়ামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, নীতীশ রানা, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, তুষার দেশপান্ডে, জোফ্রা আর্চার, ওয়ানিন্দু হাসারঙ্গা, মহেশ থিকসানা, সন্দীপ শর্মা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours