আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
রবিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও বোলপুর কলেজ থেকে প্রায় ২০০ জন SFI এর ছাত্র-ছাত্রী অনুব্রত মণ্ডলের হাত ধরে যোগদান করলেন তৃণমূল ছাত্র পরিষদে। যোগদান করার পর তাঁরা একটাই কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের আদর্শ মেনে তাঁরা দল করবেন।
JU-এর তপ্ত পরিস্থিতির মধ্যেই SFI থেকে TMCPতে যোগদান ২০০ পড়ুয়ার
SFI থেকে TMCP তে যোগ
তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। শনিবারের বিক্ষোভের আঁচ এখন ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। জেলায় জেলায় পথে নেমেছে সিপিএম, এসএফআই। এরইমধ্যে ২০০ জন এসএফআই ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিলেন।
রবিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও বোলপুর কলেজ থেকে প্রায় ২০০ জন SFI এর ছাত্র-ছাত্রী অনুব্রত মণ্ডলের হাত ধরে যোগদান করলেন তৃণমূল ছাত্র পরিষদে। যোগদান করার পর তাঁরা একটাই কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের আদর্শ মেনে তাঁরা দল করবেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও জামশেদ আলি খান, শিক্ষা বন্ধু গগন সরকার।
যোগদানকারী এক ছাত্র প্রবাল ঘোষ বলেন, “তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদে আমি যোগ দিলাম। এসএফআই ব্লক টাউনের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। তৃণমূলের আদর্শে অনুপ্রাণিত হয়েই যোগ দিলাম।” যাদবপুরের এহেন পরিস্থিতির মধ্যেও তাঁদের এই যোগদান নিয়ে প্রবালের বক্তব্য, “আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রাজ্যের প্রভূত উন্নতি হচ্ছে, তাই আমরা তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিলাম।”
অনুব্রত মণ্ডলের বক্তব্য, “ওরা সবাই এসএফআই থেকে এসেছি। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গেই থাকতে চায়, তাই এসেছে।”
তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে। এদিকে, এসএফআই ‘আক্রান্ত’ হওয়ার পাল্টা অভিযোগ তোলে। প্রতিবাদে প্রথমে অবস্থান, পরে সোমবার রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘটের ডাক দেয় এসএফআই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনের আঁচ রবিবার ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেক্ষেত্রেও জেলায় জেলায় এসএফআই আক্রান্ত হওয়ারই অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে সোমবার বামপন্থী ছাত্র সংগঠনগুলির বনধ্ ডেকেছে। এদিকে, যাদবপুরে অশান্তির ঘটনায় ৪৮ জনের মামলা রুজু করা হয়েছে যাদবপুর থানায়। শিক্ষামন্ত্রীকে আটকে রাখা ও মারধরের অভিযোগেও মামলা দায়ের করা হয়।
Post A Comment:
0 comments so far,add yours