কিং কোহলিকে সারাবছরই প্রায় জাতীয় দলের হয়ে খেলতে দেখা গিয়েছে। তবে ধোনিকে বছরের এই সময়টাতেই মাত্র খেলতে দেখা যায়। এরই মাঝে দেশের প্রাক্তন ওপেনার জিওস্টারে জানিয়েছেন, তাঁর মনে হয়, ধোনি-কোহলিরা শুধু ক্রিকেট আইকন নয়।


ধোনি-কোহলি ক্রিকেট আইকন নয়, ওরা... IPL এর মাঝে দেশের প্রাক্তনীর বিরাট কথা
Dhoni-Kohli: ধোনি-কোহলি ক্রিকেট আইকন নয়, ওরা... IPL এর মাঝে দেশের প্রাক্তনীর বিরাট কথা


 প্রজন্মের পর প্রজন্ম মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) খেলা দেখে অনুপ্রাণিত হয়। বিরাট কোহলিকে (Virat Kohli) প্রচুর তরুণ ক্রিকেটার আদর্শ মনে করেন। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মাহি, কোহলিরা। বর্তমানে তাঁদের আইপিএলে অ্যাকশনে দেখা যাচ্ছে। কিং কোহলিকে সারাবছরই প্রায় জাতীয় দলের হয়ে খেলতে দেখা গিয়েছে। তবে ধোনিকে বছরের এই সময়টাতেই মাত্র খেলতে দেখা যায়। এরই মাঝে দেশের প্রাক্তন ওপেনার জিওস্টারে জানিয়েছেন, তাঁর মনে হয়, ধোনি-কোহলিরা শুধু ক্রিকেট আইকন নয়। কে বলেছেন এ কথা?


ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজোৎ সিং সিধু জিওস্টারে জানিয়েছেন, তাঁর মনে হয় বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা শুধু ক্রিকেট আইকন নন। তাঁরা হলেন, প্রতিষ্ঠান। তিনি এই প্রসঙ্গে বলেন, “লোকে ওদের আইকন বলে। আমি ওদের প্রতিষ্ঠান বলি। বিরাট কোহলির নাম প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকবে। ধোনির নামও একাধিক প্রজন্মের মধ্যে শোনা যাবে। কিন্তু কেন? ওরা নিজেদের সেই জায়গায় নিয়ে গিয়েছে। সকল ফর্ম্যাটের সঙ্গে মানিয়ে নিয়েছে। ওদের হাবভাবটাই সিংহের মতো।”

সিধুর মতে কোহলি বিশ্বব্যাপী নিজের ছাপ ফেলেছেন। অনেকের রোল মডেল কোহলি। সিধুর কথায়, ‘রাস্তায় যে বাচ্চারা খেলে, তারাও বিরাট কোহলি হতে চায়। এমনই প্রভাব বিরাটের।’ ৪৩-এর ধোনিকে নিয়ে সিধু বলেন, “বছরের পর বছর যদি তাকানো হয়, তা হলে দেখা যাবে ভারতের অন্যতম সেরা অধিনায়ক ধোনি। একজন আসল ও দাপুটে অধিনায়ক। তাঁর উন্নতি করার ক্ষমতা অসাধারণ। ওকে যারা অনুসরণ করে তাদের মধ্যে বিশ্বায় জন্মায়। ৪৩ বছরেও যেভাবে স্টাম্পিং করছে ও, তা এক কথায় অসাধারণ।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours