প্রীতির পঞ্জাব কিংসের এ বারের আইপিএল সফর শুরু হবে ২৫ মার্চ। তার আগে নেতা শ্রেয়সকে লাকি চার্ম বলছেন একজন। কে তিনি?


শ্রেয়স লাকি চার্ম... IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?
শ্রেয়স লাকি চার্ম... IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?



ক্রিকেট প্রেমীদের ভরপুর বিনোদন দিতে আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কেকেআর ও আরসিবি। গত বছর কেকেআরকে ক্যাপ্টেন বানিয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সেই তাঁকে এ বার দেখা যাবে পঞ্জাব কিংসের (Punjab Kings) জার্সিতে। নতুন দলে গিয়ে ক্যাপ্টেন্সির দায়িত্বই পেয়েছেন শ্রেয়স। প্রীতির পঞ্জাবের এ বারের আইপিএল সফর শুরু হবে ২৫ মার্চ। তার আগে নেতা শ্রেয়সকে লাকি চার্ম বলছেন টিমেরই এক তারকা।

টাইমস অব ইন্ডিয়ায় এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পঞ্জাব কিংসের ওপেনার প্রভসিমরন সিং বলেছেন, “শ্রেয়স আইয়ার একজন অসাধারণ নেতা। পঞ্জাব প্রথম বার আইপিএল জেতার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। আমি নিশ্চিত শ্রেয়স দলে আসায় সেই অপেক্ষার অবসান ঘটবে। ও আমাদের জন্য লাকি চার্ম হতে চলেছে।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours