হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন গোটা ফ্লোরে ছড়িয়ে পড়ার আগেই সেটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল।


মাঝরাতে দাউদাউ করে জ্বলে উঠল সরকারি হাসপাতাল, পুড়ে খাক ICU
ঘটনাস্থলের ছবি


শনিবারের রাতে চরম উত্তেজনা। অন্ধকারের মধ্যেই রাজ্যের অন্যতম সরকারি হাসপাতালে লাগল ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলে গেল হাসপাতালের একাংশ।


ঘটনা মধ্যপ্রদেশের গাওলিওরের। সেখানে কমলা রাজ হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে লাগল আগুন। জানা গিয়েছে, সেই বিভাগের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা ICU-তেই ঘটে এই অগ্নিসংযোগের ঘটনা। সেই সময় হাসপাতালের ওই ফ্লোরে উপস্থিত ছিল ১৯০ জন রোগী। পাশাপাশি, যে ICU-তে আগুন লাগে, সেই ঘরেই ভর্তি ছিলেন ১৩ জন রোগী।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours