জানা যাচ্ছে, সংশ্লিষ্ট বাসটি বিএসএফ-এর পনেরো জন সদস্য ছিলেন। তাঁরা চাঙ্গোবুং-এ গিয়েছিলেন কিছু কাজের জন্য। সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায় খাদে।


মণিপুরে খাদে পড়ল BSF-এর বাস, নিহত ৩ জওয়ান, আশঙ্কাজনক অবস্থায় একাধিক
প্রতীকী ছবি


 বড়সড় দুর্ঘটনা ঘটল মণিপুরে। খাদে পড়ে গেল বিএসএফ-এর বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জওয়ানের। আহত হয়েছে আট জন (সংখ্যাটা আরও বাড়তে পারে)। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সেখানে সেনাপতি জেলার চাঙ্গোবুং গ্রামে। দুর্ঘটনার খবর পেতেই গভীর শোক প্রকাশ করেছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা।


জানা যাচ্ছে, সংশ্লিষ্ট বাসটি বিএসএফ-এর পনেরো জন সদস্য ছিলেন। তাঁরা চাঙ্গোবুং-এ গিয়েছিলেন কিছু কাজের জন্য। সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায় খাদে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জওয়ানের। সকলেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় আরও একজনের। আহত সকলের চিকিৎসা চলছে।

দুর্ঘটনা প্রসঙ্গে শোকপ্রকাশ করতে রাজ্যপাল অজয় কুমার ভাল্লা মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বস্তুত, মণিপুরে হিংসার জন্য বহু সংখ্যক বিএসএফ-এর কোম্পানি সেখানে উপস্থিত রয়েছে। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বক্ষণ তৎপর রয়েছে আধা সেনা। তার মধ্যেই এমন মর্মান্তিক ঘটনা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours