কেলেঙ্কারি কাণ্ড! গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা, কোথায় মুখ লুকোবেন ট্রাম্প?
রাতারাতি ‘ভিলেন’! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
‘গদি ছাড়ুন না হলে সেনা নিজের হাতে ক্ষমতা তুলে নেবে’, সেনাপ্রধানকে চিঠি পাঠিয়ে ‘আল্টিমেটাম’ অন্যান্য কর্তাদের
ইউনূসকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, মনে করালেন ভুলতে বসা ‘মুক্তিযুদ্ধে’র কথা
সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর শোনাল সুপ্রিম কোর্ট
সোমবার সোমবার দুপুরে হাওড়ার বেলগাছিয়ায় ঘরহারাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। কিন্তু এলাকায় আগে থেকেই ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। শুভেন্দু পৌঁছতেই তাঁদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
শুভেন্দুকে 'হেনস্থা'-র প্রতিবাদ, জাতীয় সড়কে বসে অবরোধ বিধায়কের
জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে দলীয় পতাকা নিয়ে জাতীয় সড়ক অবরোধ করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা। মঙ্গলবার সকালে বিধায়ক অমরনাথ শাখা বিজেপি নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বাঁকুড়ার ওন্দার রামসাগরে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। তাঁর দাবি, “আগে তৃণমূল বিরোধী দলনেতাকে বাধা দিত। এখন পুলিশ নেমেছে বিরোধী দলনেতাকে বাধা দিতে। অবিলম্বে এই ধরনের হেনস্থা বন্ধ করা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন হবে।”
প্রসঙ্গত, সোমবার সোমবার দুপুরে হাওড়ার বেলগাছিয়ায় ঘরহারাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। কিন্তু এলাকায় আগে থেকেই ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। শুভেন্দু পৌঁছতেই তাঁদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
পুলিশি বাধা টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন শুভেন্দু। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। শুরু হয় কথা কাটাকাটি। এমন পরিস্থিতি তৈরি হয়, ধাক্কাধাক্কিতে পড়ে যান এক বিজেপি নেতা। ধাক্কাধাক্কির মাঝেই শুভেন্দুর হাত কেটে যায় বলে অভিযোগ। বিরোধী দলনেতা অভিযোগ করেন, গোলাম মুস্তার্জা নামে এক এসআই তাঁর হাতে আঘাত করেন। হাত থেকে রক্ত বেরিয়ে যায় বলেও দেখাতে থাকেন তিনি।
এলাকায় ঢুকতে না পেরে শেষমেশ বিধানসভায় ফিরে আসে বিজেপির প্রতিনিধি দল। সেখানে হাতে তাঁর ব্যান্ডেজও করা হয়। কিন্তু বিষয়টি নিয়ে সুর চড়ায় বিজেপি।
Post A Comment:
0 comments so far,add yours