শ্রেয়স লাকি চার্ম… IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?
রোহিতকেই দায়িত্ব নিতে হবে… হঠাৎ এ কথা কেন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
ভেঙ্কটেশের জায়গা নয় নিরাপদ, ক্যাপ্টেন রাহানের জমানায় KKR-এ বড় বদল!
লুকিয়ে লুকিয়ে সীমান্তে চলছিল ‘খেলা’, দেখা মাত্রই বাধা BSF-র! শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশি সেনা
দেশের প্রতিটি জওয়ানের মাথার উপরে উড়বে ড্রোন, যুদ্ধ জয়ে নয়া কৌশল ভারতের
জাতীয় নির্বাচন কমিশন তৃণমূল-সহ অন্যান্য বিরোধী দলগুলির অভিযোগের পরই বিবৃতির মাধ্যমে জানিয়েছে, তিন মাসের মধ্যে তারা কেবল ভোটার তালিকা সংশোধনই করবে না, দেশের প্রত্যেক ভোটারের জন্য তারা 'ইউনিক এপিক নম্বর' তারা ইস্যু করবে।
আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক? আজই জানাবে কমিশন
ফাইল ফোটো
ভূতুড়ে ভোটার বিতর্ক! আধার-ভোটার সংযুক্তিকরণের পথে কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই বৈঠক ডেকেছেন। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব, কেন্দ্রীয় আইন সচিব। সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলির থেকে মতামত ও পরামর্শ কমিশন চেয়েছে। তৃণমূল ও বিরোধীদের লাগাতর চাপের মুখে কমিশন আগেই বিবৃতি দিয়ে জানিয়েছে যে তিন মাসের মধ্যে ভোটার তালিকা সংশোধন করা হবে। প্রত্যেক ভোটারের জন্য ইউনিক এপিক নম্বর ইস্যু করা হবে বলে কমিশন জানিয়েছে।
জাতীয় নির্বাচন কমিশন তৃণমূল-সহ অন্যান্য বিরোধী দলগুলির অভিযোগের পরই বিবৃতির মাধ্যমে জানিয়েছে, তিন মাসের মধ্যে তারা কেবল ভোটার তালিকা সংশোধনই করবে না, দেশের প্রত্যেক ভোটারের জন্য তারা ‘ইউনিক এপিক নম্বর’ তারা ইস্যু করবে। এক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে ভরসা করছে আধারের ওপরে। অর্থাৎ আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের পথে তারা হাঁটতে পারে। মঙ্গলবারের বৈঠক অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। UIDAI-এর সেক্রেটারিকে ডাকা হয়েছে।
আরেকটি বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস তাদের মেমোরেন্ডামে একটি বিষয় ৫ নম্বর পাতায় উল্লেখ করেছে, আধার কার্ডকে ক্লোন করে ‘ডুপ্লিকেট’ ভোটার কার্ড তৈরি করা হচ্ছে। আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার পর এই ইস্যু কি সম্পূর্ণভাবে মিটবে, প্রশ্ন থাকছে সেটাও। মঙ্গলবারের এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষেই বিষয়গুলো সম্পূর্ণভাবে স্পষ্ট হবে।
Post A Comment:
0 comments so far,add yours