ঐশ্বর্যর গাড়িতে বাসের ধাক্কা! বচ্চন পরিবারে বড় অঘটন
চিনের মতো যে কেউ পিটিয়ে দিয়ে যাবে’, দা কেনার ব্যাখ্যা দিলেন দিলীপ
মাঠে নামার আগেই বড় ধাক্কা KKR-এ, তারকাকেই পাচ্ছে না নাইটরা
রেল লাইনের পাশে চালু রাস্তা হঠাৎই কেটে বন্ধ করে দেওয়া হলো ক্ষিপ্ত এলাকাবাসীরা।
কন্টেনার গাড়িতে মাদক পাচারের ছক, বাজেয়াপ্ত কেজি কেজি মাদক
শুভেন্দু অধিকারী বলেন, "কোনও সনাতনী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে পারে না, পারে না, পারে না....সরস্বতী পুজো, মহকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার পর কেউ ভোট দেবে না। মানুষ প্রস্তুত এই রাজ্য মোদীজির হাতে তুলে দেওয়ার জন্য।"
একটু দয়া করবেন, উল্টে দেব আমরা: শুভেন্দু
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা
দলবদল করেছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। আর তাপসী তৃণমূলে যেতেই তাঁর বিধানসভা এলাকায় সভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
এ দিন বিরোধী দলনেতা কী বললেন?
শুভেন্দু অধিকারী: হলদিয়াকে শুকিয়ে দিয়েছে ওরা। নিয়োগ নেই হলদিয়াতে। উদ্বাস্তুদের কাছে কথা বলা হয় না। কলকাতার রাজ না জেলার রাজ? নাকি গ্রামের রাজ? রাম নবমী হবে,ভালো করে শান্তিপূর্ণ হবে। সংবিধানে ২৫-২৮ পড়ুন। সকলের ধর্ম পালনের অধিকার আছে। আমরা অন্য়দের বাধা দিই না।
শুভেন্দু অধিকারী: মায়েদের ৩০০০ টাকা দেবে। ২০০ ইউনিট বিদ্যুত ফ্রি। এক লক্ষ নয়, তিন লক্ষের বাড়ি দেবে। প্রতিবছর এসএসসি, জেলাতেই প্রাইমারি হবে। হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা। বন্ধু মুসলিমরা গায়ে মাখবেন না। আমি ভারতীয় মুসলিমদের বলছি না। রোহিঙ্গাদের বলছি।
শুভেন্দু অধিকারী: বাংলার হিন্দু জনসংখ্যা ৮৫ শতাংশ। আজ ৬৭। টিকে থাকবেন তো? বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এখনও যদি ঐক্যবদ্ধ না হন তাহলে এই বাংলাও বাংলাদেশ হবে। ২৬-এ যদি তৃণমূল যদি লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখিয়ে, মুসলিমদের জুটিয়ে আমাদের কিছু হিন্দুকে এদিক-ওদিক করে জিতে যায়। তাহলে একই অবস্থা এই অবস্থা হবে। জাত-পাত-রাজনীতি দূরে সরিয়ে রাখো।
শুভেন্দু অধিকারী: এই সরকার আমার বিরুদ্ধে কিছু নেড়িকে লেলিয়ে দিয়েছেন। আমি মেদিনীপুরের ছেলে ভয় পাই না। অযোধ্যার রাম মন্দিরের দিন কলকাতা পার্কসার্কাসে মিছিল করেন কেন?
শুভেন্দু অধিকারী: অরবিন্দ কেজরিবাল যেমন দিল্লিতে একটার সঙ্গে একটা মদ ফ্রি করেন। তেমন মমতা বন্দ্যোপাধ্যায় বারের লাইসেন্স দিয়ে মদময় করেছেন মমতা। মদের প্রভাব যদি কারও উপর পড়ে তাহলে নারীদের উপর।
শুভেন্দু অধিকারী: ২রা মেয়ে ২০২১ আমি বোটে জেতার সার্টিফিকেট নিতে এসেছি। সেই সময় ওরা পাথর ছোড়ে। চোখের সামনে এদের আচরণ দেখেছি। এরা যা খুশি করবে আর আমাদের মানতে হবে?
শুভেন্দু অধিকারী: আমরা হাইকোর্টকে রেসপেক্ট দিয়ে যাব। সব জানি খেলা কী হয়। যার কথা (তাপসী) বলছেন, তিনি বাইরে বলছেন তৃণমূল। আর বিধানসভার ভেতরে বলছেন আমি বিজেপি। আরে হলদিয়ার অনেক লোক… বরং ওদের যাঁরা আছে আমায় ফোনে বলছে শুধু টিকিট দিতে দেন পিসিকে। আর কিছু লাগবে না। আর আমাদের শুধু বলছে, আমরা যেন ভূমিপুত্র বা ভূমিকন্যা দিই। ওদের নেতারা বলেছেন। আমাকে অসংখ্য ফোন করে। হোয়াটস অ্যাপ কল করেন। যাতে পুলিশ জানতে না পারে। এগুলো পুলিশ যোগাযোগ করায়। দুর্গাচকের ওসি। এসপি সৌম্যদীপ। আমরা সব জানি। আসানসোলে বাড়ি আপনার। বয়স কম। বিজেপি আসবে। ২৫ বছর আমাদের আন্ডারে থাকতে হবে। আপনাদের সিনিয়র এম রমেশবাবু। এদের পরিণতি কী হয়েছে জিজ্ঞাসা করবেন।
শুভেন্দু অধিকারী: কোনও সনাতনী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে পারে না, পারে না, পারে না….সরস্বতী পুজো, মহকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার পর কেউ ভোট দেবে না। মানুষ প্রস্তুত এই রাজ্য মোদীজির হাতে তুলে দেওয়ার জন্য।
শুভেন্দু অধিকারী: ঝাঁটা গেছে একেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আমরা পুরো সাংগঠনিক জেলা ডাকিনি। আজ প্রচুর মানুষ এসেছেন। সবাই একাট্টা হয়েছেন।
শুভেন্দু অধিকারী: মহারাষ্ট্রে ২০১৯-এ ভোট পড়েছে ৬১ শতাংশ। এবার পড়েছে ৬৬ শতাংশ। দিল্লিতে ১০ শতাংশ লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে। তাতেই ঝাঁটা সাফ।
শুভেন্দু অধিকারী: শুধু বাড়ি থেকে বেরবেন। তারপর কী করতে হয় আপনারা জানেন। আমার বলার দরকার নেই।
শুভেন্দু অধিকারী: ওরা কত? ২ কোটি? শুধু ডায়মন্ড হারবারেই ১০ লক্ষ ছাপ্পা আছে। কেশপুরেও ছাপ্পা আছে। এখানেও আছে ১৫ নম্বর ওয়ার্ডে ছাপ্পা আছে। এখানে অভিজিৎবাবুকে ঢুকতে দেয়নি। একটা বিশেষ সম্প্রদায়ের লোক। কত ছাপ্পা হয়েছে। মাত্র ২১ লক্ষের খেলা। তাও যদি সনাতনিরা পাঁচ শতাংশ ভোট দেয়…সিপিএম লড়ছে পারছে না। ৮৪ হাজার ভোট সায়ন পেয়েছে। ৮৩ হাজার হিন্দু ভোট। ওরা ভোট দিতে দেয় না। ৩০ শতাংশ হিন্দু। ৬৫ শতাংশ হিন্দু ভোট দিতে যায়। একটু দয়া করবেন উল্টে দেব আমরা।
Post A Comment:
0 comments so far,add yours