বিগত ৯ মাস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে থাকার পর, অবশেষে মঙ্গলবার বিকেলে পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাদের সঙ্গে থাকবেন আরেকজন মার্কিন মহাকাশচারী ও রাশিয়ান কসমোনট।


সফট ল্যান্ডিং নয়, পৃথিবীর এই স্থানেই আছড়ে পড়বেন সুনীতা উইলিয়ামস, ঠিক থাকবেন তো?
সুনীতা উইলিয়ামস।


৮ দিনের মহাকাশ সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে আটকে থাকতে হল ৯ মাস। অবশেষে পৃথিবীর বুকে ফিরবেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাদের আনতে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০। কবে পৃথিবীতে ফিরবেন তারা? নাসা দিল উত্তর।

নাসার তরফে জানানো হয়েছে, বিগত ৯ মাস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে থাকার পর, অবশেষে মঙ্গলবার বিকেলে পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাদের সঙ্গে থাকবেন আরেকজন মার্কিন মহাকাশচারী ও রাশিয়ান কসমোনট। মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে পৃথিবীর বুকে অবতরণ করবে মহাকাশযান।

তবে পৃথিবীতে ফিরে আসার এই যাত্রা খুব যে আরামদায়ক হবে, তা নয়। ফ্লোরিডার উপকূলে সমুদ্রের মধ্যে ছিটকে পড়বে মহাকাশযানের অংশ। তারপর সেই ক্য়াপসুল থেকে বেরিয়ে আসবেন তারা। তবে সমুদ্রের মাঝে ছিটকে পড়লেও, এতে সুনীতা উইলিয়ামস বা তার সহযাত্রীদের কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এই ক্যাপসুল এমনভাবেই তৈরি যে কোনওভাবে ভিতরে জল ঢুকবে না। সমুদ্রে আছড়ে পড়ার সময়ও তীব্র ঝাঁকুনিতে কোনও ক্ষতি হবে না।

নাসা জানিয়েছে, আজ, সোমবার সন্ধে থেকেই সুনীতা উইলিয়ামসদের ঘরে ফেরার লাইভ ব্রডকাস্ট শুরু হবে। মহাকাশযানের দরজা বা হ্যাচ বন্ধ হওয়ার প্রস্তুতি থেকে পৃথিবীতে ফেরা-পুরোটাই দেখা যাবে সচক্ষে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours