রেল লাইনের পাশে চালু রাস্তা হঠাৎই কেটে বন্ধ করে দেওয়া হলো ক্ষিপ্ত এলাকাবাসীরা।


রেলগেটের দাবিতে উকিলের হাট স্টেশনের পাশে রোডে রেল ক্রসিং - এর ওপরে রেললাইনে দাঁড়িয়ে আন্দোলন করেন স্থানীয় থেকে শুরু করে ক্ষুদে পড়ুয়ারা


দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের উকিলের হাটের একটি রাস্তা যেটি স্টেশন রোড হিসেবে পরিচিত। এই রাস্তা উকিলেরহাট বাজার হয়ে ফটিকপুর, বিশালক্ষীপুর এবং বামানগরের উপর দিয়ে গঙ্গাধরপুর রোডের হসপিটাল মোড়ে সংযোগ হচ্ছে। কাকদ্বীপ অক্ষয় নগর নতুন রাস্তার পরে নামখানা রোডে এটি একটি মাত্র রাস্তা, যেটি গঙ্গাধরপুর রোডকে সরাসরি ন্যাশনাল হাইওয়ে ১১৭ তে সংযোগ করছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এবং তার সাথে প্রচুর পরিমাণে ছাত্র-ছাত্রী ও এই রাস্তা দিয়েই যাতায়াত করে পাশাপাশি এই রাস্তা উপর নির্ভর করেই চলে প্রচুর মানুষের জীবন জীবিকা। বামানগর হাইস্কুল যেটি এই রাস্তাতেই অবস্থিত উকিলের থেকে প্রচুর ছাত্র ছাত্রী এই স্কুলে পড়ে তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তা তার সাথে উকিলের বাজার এলাকায় একটি স্কুল রাজনগর স্কুল সেখানেও প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী এই রাস্তা থেকেই যাতায়াত করে। 
হঠাৎ করে রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার কারণে অসুবিধায় করেছে পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন রোগীর গাড়ি এবং ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াত। 

দীর্ঘদিন ধরে রেলের বিভিন্ন দপ্তরে এই এলাকার মানুষ রেলগেটের দাবিতে লিখিত জানালেও রেল দপ্তর নিশ্চুপ বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ২৫ শে মার্চ মঙ্গলবার রাতের অন্ধকারে এলাকাবাসীদের অজ্ঞাতে রেললাইনের পাশে এই রাস্তা প্রায় ছয় ফুট গভীর করে কেটে দেওয়া হয়। এবং লোহার খুঁটি দিয়ে দেওয়া হয়। যার ফলে ব্যাহত হয়েছে এই রাস্তা দিয়ে রোগী নিয়ে যাওয়া এবং ছাত্র-ছাত্রীদের যাতায়াত থেকে শুরু করে দৈনন্দিন নিত্য যাত্রীদের যাতায়াত। 

আন্দোলনকারীরা জানান অবিলম্বে এই রাস্তা ঠিক করে দিতে হবে। এবং যত শীঘ্রই সম্ভব একদিনের মধ্যেই রেলগেট তৈরি করে দিতে হবে। তবেই তারা এই আন্দোলন তুলবেন বলে জানান। 


উকিলেরহাট থেকে মুন্না সরদারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours