ভারতের ‘মিনি ব্রাজিল’, মারাদোনা-মেসি; ফুটবল বন্দনায় প্রধানমন্ত্রী মোদী
গুজরাট হিংসার পিছনে কী কারণ? মুখ খুললেন মোদী
সমস্যায় পড়লে কী করা দরকার? যুব সমাজকে বড় পরামর্শ মোদীর
ট্রাম্পের সঙ্গে এত ভাল সম্পর্কের রসায়ন কী? ‘আমেরিকা প্রথম’ নীতি নিয়েও মুখ খুললেন মোদী
সাদা মনে কাদা নেই’, সুদীপের ‘অসুস্থতা’ নিয়ে বললেন কুণাল, জবাব দিলেন নয়না
কুণাল ঘোষ বলেন, "আমি বেশ দায়িত্বশীল জায়গা থেকে শুনছিলাম, সুদীপদা বেশ অসুস্থ। বিশেষ কিছু ইঞ্জেকশন চলছে। সেজন্য আমি তাঁর আরোগ্য কামনা করে পোস্ট করেছি। স্বাভাবিক ব্যাপার। আমার সাদা মনে কাদা নেই, তাই তাঁর আরোগ্য কামনা করেছি।"
সাদা মনে কাদা নেই', সুদীপের 'অসুস্থতা' নিয়ে বললেন কুণাল, জবাব দিলেন নয়না
সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করলেন কুণাল ঘোষ
একজন উত্তর কলকাতার সাংসদ। আবার তৃণমূলের উত্তর কলকাতা জেলার সভাপতি। অন্যজন তৃণমূলের রাজ্য সম্পাদক এবং উত্তর কলকাতারই নেতা। গতবছর লোকসভা নির্বাচনের সময় তাঁদের দ্বন্দ্ব সামনে এসেছিল। এবার উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অসুস্থ জানিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা ঘিরে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে শাসকদলেই রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অসুস্থ বলায় কুণাল ঘোষকে জবাব দিয়েছেন চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক তথা সুদীপ-পত্নী নয়না বন্দ্যোপাধ্যায়। নয়নার জবাবের পাল্টা আরও সুর চড়িয়েছেন কুণাল। তাঁর ‘সাদা মনে কাদা নেই’ বলেও মন্তব্য করেন।
শনিবার দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে উত্তর কলকাতার চৌরঙ্গী এবং জোড়াসাঁকো নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুটি বিধানসভার অবস্থা খারাপ জানিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপর রবিবার সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার কথা জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন কুণাল। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্টের পরই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার খবর উড়িয়ে দেন নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “উনি সুস্থ আছেন। কুণালদার কাছে হয়তো ভুল তথ্য আছে।”
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থ কি না, তা নিয়ে চাপানউতোর বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট করেন কুণাল। সেখানে তিনি লেখেন, “আরে, অসুস্থ হলে কি হাসপাতালেই থাকতে হবে? বা বাড়িতে চোখ উল্টে শুয়ে থাকতে হয়? আজব তো। সুদীপদা অসুস্থ। চিকিৎসা চলছে। যথেষ্ট চাপের। বিস্তারিত লেখাবেন না।”
Post A Comment:
0 comments so far,add yours