স্পিকারকে আক্রমণ করে শুভেন্দু বলেন, দলবদল করলেও তা বিধানসভায় বলার সাহস নেই কারও। শুভেন্দুর কথায়, "বাইরে বলবে তৃণমূল। ভিতরে বলবে বিজেপি। আমাদের তো সংখ্যা কমেনি।"


অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি', কেন বললেন শুভেন্দু?
বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বিধায়কদের দলবদল নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি। মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে বিমানকে ‘বিরলের মধ্যে বিরলতম স্পিকার’ বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা।


বিজেপির একের পর এক বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তাপসী মণ্ডল। বিধায়কদের দলবদল নিয়ে এদিন শুভেন্দু বলেন, “২০১১ সাল থেকে ৫৬ জনকে দলবদল করিয়েছেন স্পিকার। বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি কাউকে বাদ দেননি।”

তারপরই স্পিকারকে আক্রমণ করে তিনি বলেন, দলবদল করলেও তা বিধানসভায় বলার সাহস নেই কারও। শুভেন্দুর কথায়, “বাইরে বলবে তৃণমূল। ভিতরে বলবে বিজেপি। আমাদের তো সংখ্যা কমেনি। আমরা তো ৭০-ই আছি। যদি বুকের পাটা থাকে, বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন, আমি তৃণমূল।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours