একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
কিছুদিন আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদও। গত কাল অর্থাৎ শনিবার একটি প্রস্তুতি ম্যাচও খেলে সানরাইজার্স। আর তাতে ঈশান কিষাণ, অভিষেক শর্মাদের পাশাপাশি এক তরুণ তুর্কির ব্যাটিং সকলের আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।
শর্মার পর ভার্মাকে লঞ্চ করছে সানরাইজার্স হায়দরাবাদ! প্রস্তুতি ম্যাচে ঝড় তোলা এই তরুণ সম্পর্কে জানেন?
হাতে আর কয়েকটা দিন। এরপরই শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম। ১৮ তম সংস্করণ শুরু হচ্ছে ২২ মার্চ। ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিযোগিতার দিন ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। কিছুদিন আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদও। গত কাল অর্থাৎ শনিবার একটি প্রস্তুতি ম্যাচও খেলে সানরাইজার্স। আর তাতে ঈশান কিষাণ, অভিষেক শর্মাদের পাশাপাশি এক তরুণ তুর্কির ব্যাটিং সকলের আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে বিধ্বংসী ক্রিকেট খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। ফাইনালে পৌঁছলেও শেষ অবধি কলকাতা নাইট রাইডার্সের কাছে হারে রানার্স হয় তারা। টুর্নামেন্টে একের পর এক বিধ্বংসী ব্যাটিংয়ের নমুনা দেখা গিয়েছিল। বিশেষ করে বলতে হয় দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডের কথা। এরপর মিডল অর্ডারে ছিলেন ক্লাসেন। শর্মার পর এ বার কি ভার্মাকে লঞ্চ করবে সানরাইজার্স হায়দরাবাদ?
ইন্ট্রা স্কোয়াড প্রস্তুতি ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছেন ২৩ বছরের অনিকেত ভার্মা। জন্ম উত্তর প্রদেশের ঝাঁসিতে। যদিও ঘরোয়া ক্রিকেটে খেলেন মধ্য প্রদেশের হয়ে। ডানহাতি ব্যাটার। মিডিয়াম পেসটাও করে থাকেন। সম্প্রতি বোর্ডের অনূর্ধ্ব ২৩ টুর্নামেন্টে কর্নাটকের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন। এ ছাড়াও বুচিবাবু টুর্নামেন্টেও সেঞ্চুরি। তাঁর দিকে বিশেষ নজর পড়ে মধ্য প্রদেশ প্রিমিয়ার লিগে। টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাঁচ ইনিংসে ৬১ গড়ে ২৪৪ রান করেছিলেন। স্ট্রাইকরেট ২০৫-এরও বেশি!
আইপিএলের মেগা অকশনে তাঁকে মাত্র ৩০ লক্ষ টাকায় নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর মরসুমের প্রথম প্রস্তুতি ম্যাচেই ১৭ বলে ৪৬ রানের ইনিংসে বুঝিয়ে দিয়েছেন, আইপিএলের মতো বড় মঞ্চে খেলার জন্য কতটা উদগ্রীব অনিকেত।
Post A Comment:
0 comments so far,add yours