ছোটবেলা থেকেই কীভাবে স্বামী বিবেকানন্দকে ভালবেসে ফেললেন, জানালেন মোদী
গোটা বিশ্বে RSS-এর থেকে বড় কোনও স্বয়ংসেবক সংঘ নেই, ওরা আমাকে জীবনের উদ্দেশ্যে বুঝিয়েছে: মোদী
এক হাতে মেরেছিল ছোবল, আর এক হাতে সেই সাপকেই ধরে নিয়ে হাসপাতালে হাজির বৃদ্ধ
মদ-মাংস বিক্রি করছে…’, কেদারনাথকে ‘অপবিত্র’ করার অভিযোগ তুলে অহিন্দুদের প্রবেশ বন্ধের দাবি BJP বিধায়কের
অকশনে অবিক্রিত, আইপিএলে দরজা খুলছে ভারতীয় অলরাউন্ডারের!
স্থানীয় সূত্রে খবর, হোলির দিন রাতে দাদাকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন বিকাশ। রাস্তাতেই মনোজের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়ে যায়। অভিযোগ, কালিয়াচক থানার গোলাপগঞ্জ চরি অনন্তপুর এলাকা দিয়ে আসার সময় তাঁদের দেখে আচমকা গালিগালাজ শুরু করে দেয় মনোজ।
হোলির রাতে রক্তে ভাসল কালিয়াচক! বাইক থামিয়ে কোপের পর কোপ, ঘটনাস্থলেই মৃত্যু যুবকের, হাসপাতালে দাদা
ব্যাপক উত্তেজনা এলাকায়
গালাগালি, তা থেকে বচসা। আর শেষ পর্যন্ত তাতেই একেবারে রক্তারক্তি কাণ্ড। প্রাণ গেল চা বিক্রেতার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার চরি অনন্তপুর গোয়ালপাড়া এলাকায়। ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। মৃত যুবকের নাম বিকাশ ঘোষ। বয়স ২৮। এলাকাতেই তাঁর একটি চায়ের দোকান রয়েছে বলে জানা যাচ্ছে। গুরুতরভাবে জখম হয়েছেন তাঁর দাদাও।
স্থানীয় সূত্রে খবর, হোলির দিন রাতে দাদাকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন বিকাশ। রাস্তাতেই মনোজের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়ে যায়। অভিযোগ, কালিয়াচক থানার গোলাপগঞ্জ চরি অনন্তপুর এলাকা দিয়ে আসার সময় তাঁদের দেখে আচমকা গালিগালাজ শুরু করে দেয় মনোজ। প্রতিবাদ করলে তেলেবেগুনে জ্বলে ওঠে। সোজা হাঁশুয়া নিয়ে এসে এলোপাথাড়ি কোপ মারতে শুরুে।
মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিকাশ। ঘটনাস্থালেই মৃত্যু হয় তাঁর। গুরুতরভাবে জখম হন তাঁর দাদা। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি রয়েছেন বিকাশের দাদা। সেখানেই বিকাশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। কেন সে এই কাজ করতে গেল, পিছনে কী কারণ, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours