গত বছর পর্যন্ত ফুরফুরায় ধর্মীয় উৎসবের আগে চিঠি দিয়ে জানানো হয়েছিল পীরজাদাদের। এবার সেই চিঠি দেওয়া হয়নি প্রশাসনের তরফে। এই অভিযোগে সায় দেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী।
ত্বহার মুখে এত বড় অভিযোগ! ছাড় পেলেন না রাজ্যের মন্ত্রীও


বিস্ফোরক ত্বহা সিদ্দিকী। ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে কাটমানি খাচ্ছে তৃণমূল! এমনই অভিযোগ করলেন শাসক দল ঘনিষ্ঠ বলে পরিচিত পীরজাদা ত্বহা সিদ্দিকী। শুধু তাই নয়, রাজ্যের অন্যতম মন্ত্রী তথা স্নেহাশিস চক্রবর্তীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন ত্বহা। তাঁর দাবি, সাধারণ মানুষ এতটাই রেগে আছে যে স্নেহাশিস যদি ফুরফুরায় যান, তাহলে তাঁকে বের করেও দেওয়া হতে পারে।


‘ইসলে সওয়াব’ উৎসব চলছে ফুরফুরা শরিফে। সেই অনুষ্ঠানের আয়োজনে রাজ্যের কত টাকা খরচ হচ্ছে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বিস্ফোরক সব অভিযোগ করেন ত্বহা সিদ্দিকী।

স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে ত্বহার অভিযোগ, ফুরফুরার উন্নয়ন নিয়ে ভাবেন না, এক টাকাও খরচ করেননি বিধায়ক হিসেবে। ফুরফুরায় ইসালে সওয়াবে কত টাকা খরচ হচ্ছে তার কোনও হিসেব নেই বলেও দাবি পীরজাদার। তিনি বলেন, “লক্ষ লক্ষ মানুষ ফুরফুরায় আসবেন। সেই সময় মন্ত্রী সেখানে গেলে ঘাড়ধাক্কা খেয়ে না যেতে হয়। আমি তো ভয় পাচ্ছি।” ইসালে সওয়াব নিয়ে প্রশাসনিক বৈঠকে কোনও পীরজাদাকে ডাকা হয়নি বলেও জানান ত্বহা।


গত বছর পর্যন্ত ফুরফুরায় ধর্মীয় উৎসবের আগে চিঠি দিয়ে জানানো হয়েছিল পীরজাদাদের। এবার সেই চিঠি দেওয়া হয়নি প্রশাসনের তরফে। এই অভিযোগে সায় দেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিও। তিনি অভিযোগ করেন, যাদের নিয়ে জলসা, যাদের জন্য ধর্মীয় উৎসব, যাদের জন্য লাখ লাখ মানুষ ফুরফুরায় আসেন, তাদের কিছু জানানো হয়নি। সরকার বা প্রশাসন এই ধর্মীয় উৎসব হাইজ্যাক করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস। তিনি জানান, ফুরফুরায় অনেক কাজ হয়েছে। তিনি আরও দাবি করেছেন, পীরজাদা এবং লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের কথা মাথায় রেখেই বৈঠকে ডাকা হয়নি পীরজাদাদের।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours